শিশিরের পদ খারিজ নিয়ে চিঠি কমিটির

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের প্রচার সভায় দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয় একাধিকবার দল বিরোধী কাজের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করা নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এবার শিশির অধিকারীর বিরুদ্ধে মৌখিক তথ্য-প্রমাণসহ ডেকে পাঠানো হল তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শিশিরের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সহ লোকসভার প্রিভিলেজ ও এথিক্স কমিটির কাছে উপস্থিত হতে বলা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন-মোদি জমানায় ভারতে বেড়েছে মানবাধিকার লঙ্ঘন, কেন্দ্রীয় মন্ত্রীদের সামনেই বললেন মার্কিন প্রশাসনের কর্তারা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা অমিত শাহের মঞ্চে দেখা যায় তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। তাঁকে দলে স্বাগত জানিয়ে ফুল ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেন বিজেপি নেতারা। তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করে বিজেপিকে জেতানোর কথা সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে বলতে থাকেন শিশির। এরপরই দলবিরোধী কাজের জন্য তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, সদ্যসমাপ্ত রাজ্যের পুরভোটের আগেও শিশির অধিকারী একাধিক ব্যক্তিকে ফোন করে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর জন্য আবেদন করেছিলেন। এমনকী ভাইরাল হয়েছিল তৎকালীন ফোনের অডিও। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে শিশির অধিকারীর কাছে বিস্তারিত তথ্য তলব করা হয়েছিল। তিনি এই মুহূর্তে কোন দলে আছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয় তাঁর থেকে। জানা গিয়েছে, এই বিষয়টি নিষ্পত্তি করতে প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়। প্রিভিলেজ কমিটি পুরো ঘটনা খতিয়ে দেখে স্পিকারের কাছে রিপোর্ট পেশ করবে। তারপরই শিশির অধিকারীর সাংসদ পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-গণ-আন্দোলনের ডাক তৃণমূলের সিবিআই কি নিরেপক্ষ ?

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েই সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের প্রচার সভায় দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয় একাধিকবার দল বিরোধী কাজের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

Latest article