বৃষ্টি হবে অনেক কম চাষিদের মাথায় হাত

রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আষাঢ় পেরিয়ে গেলেও বহু চাষি এখনও ধান রোপণ করতে পারেননি, অনেকের বীজতলা শুকিয়ে নষ্ট হয়েছে।

Must read

প্রতিবেদন : অগাস্ট ও সেপ্টেম্বর মাসেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর পূর্বাভাস দেওয়ায় বিভিন্ন জেলায় চাষ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৭ শতাংশ। আগামী দিনেও বৃষ্টি ঘাটতি অব্যাহত থাকলে ধান, পাটের পাশাপাশি মরশুমি ফল ও সবজি চাষ নিয়েও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও অগাস্টে বৃষ্টির পরিস্থিতি আশানুরূপ হবে না বলে মনে করা হচ্ছে। বেশিরভাগ জেলায় ঘাটতির সম্ভাবনা। কিছু জেলায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বৃষ্টি অগাস্টের শেষের দিকে হলে চাষের কোনও লাভ হবে না।

আরও পড়ুন-পঞ্চায়েতও এবার দেবে বোতলভরা পানীয় জল

রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আষাঢ় পেরিয়ে গেলেও বহু চাষি এখনও ধান রোপণ করতে পারেননি, অনেকের বীজতলা শুকিয়ে নষ্ট হয়েছে। আবহবিদদের দেওয়া মানচিত্র বলছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। শুধু বাংলাদেশ লাগোয়া কিছু জেলায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে। তাতে সার্বিক ঘাটতি কমবে না। চাষের ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত আমন ধান রোপণের কাজ চলে। রোপণের সময় যত পিছোবে, তত উত্‍পাদন কমবে। বিশেষ করে ফসল তোলার সময় বৃষ্টির মুখোমুখি হওয়ার বিপদ। ফলে অগাস্টের ২০ তারিখের মধ্যে ঝেঁপে বৃষ্টি না নামলে রোপণ ব্যাপক ভাবে মার খাবে। সংকটে পড়বেন চাষিরা।

Latest article