জগদ্দলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি

জগদ্দলে তৃণমূল কার্যালয়ের সামনেই তৃণমূল নেতা জব্বার আনসারির বুক লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

Must read

প্রতিবেদন : রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের ওপর চলেছে বিরোধীদের লাগাতার হামলা। এবার জগদ্দলে তৃণমূল কার্যালয়ের সামনেই তৃণমূল নেতা জব্বার আনসারির বুক লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। একটি গুলি লাগে তাঁর পাশে থাকা এক মহিলার পায়ে। দু’জনকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জব্বারের অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বাদলা আনসারি, আরমান ও মুক্তার তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন-বৃষ্টি হবে অনেক কম চাষিদের মাথায় হাত

ভাটপাড়ার ১৭ নং ওয়ার্ডে মোমিনপাড়ার ঘটনা। একের পর নির্বাচনে পরাজয়ের পরই বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করেছে। গোটা রাজ্যকেই তারা অশান্ত করে তুলতে চাইছে। দেখাতে চাইছে, এখানে আইনের শাসন নেই। প্রায় প্রতিদিনই জগদ্দল, টিটাগড়, নৈহাটি, ভাটপাড়ায় বোমাবাজি, হানাহানি চলছে। এর আগেও জগদ্দল, নৈহাটি থেকে পুলিশ অভিযান চালিয়ে বহু বোমা ও অস্ত্র উদ্ধার করেছে। গত জানুয়ারিতেই ভাটপাড়ার ৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অসীম রায়কে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। অসীমও খুব জোর বেঁচে যান।

আরও পড়ুন-পঞ্চায়েতও এবার দেবে বোতলভরা পানীয় জল

তবে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ধর্মেন্দ্র নামে এক চটকল শ্রমিককেও গুলি করে মারা হয়। স্থানীয় সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম হামলাকারী খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছেন। এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

Latest article