শ্বাসনালিতে পক্ষকাল জাঁকিয়ে জ্যান্ত জোঁক

শ্বাসনালিতে আটকে গিয়ে দিব্যি বেঁচেবর্তে ছিল। প্রথমে সাময়িক অস্বস্তি হলেও সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা করাতে এসেছিলেন হাসপাতালে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জ্যান্ত জোঁক আটকে ছিল শ্বাসনালিতে। এক-আধ দিন নয় পাক্কা ১৫ দিন। কঠিন অস্ত্রোপচার করে রোগীর জীবন ফিরিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক। মিরিকের বাসিন্দা সাজিন রাই। পাইপ দিয়ে আসা ঝরনার জল খাওয়ার সময় কোনওভাবে খেয়ে ফেলে জোঁকটিকে।

আরও পড়ুন-কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার বর্ধমানের দাবি, অবিলম্বে ১০০ দিনের টাকা চাই

শ্বাসনালিতে আটকে গিয়ে দিব্যি বেঁচেবর্তে ছিল। প্রথমে সাময়িক অস্বস্তি হলেও সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা করাতে এসেছিলেন হাসপাতালে। গত বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকেরা। পরীক্ষার পরেই ধরা পড়ে শ্বাসনালিতে আটকে রয়েছে জ্যান্ত জোঁক। বৃহস্পতিবার ইএনটি বিভাগের চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সেটিকে জ্যান্তই বের করে। রোগীও সুস্থ রয়েছে। ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক রাধেশ্যাম মাহাতো জানিয়েছেন, মিরিকের সাজিন রাই বুধবার এসে ভর্তি হন। তাঁর শ্বাসনালিতে জ্যান্ত জোঁক আটকে ছিল। এই ধরনের অস্ত্রোপচার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথমবার হল বলেও তিনি জানিয়েছেন।

Latest article