কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার বর্ধমানের দাবি, অবিলম্বে ১০০ দিনের টাকা চাই

কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও এই কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে সভায় সরব হন দেবু টুডু

Must read

সংবাদদাতা, কাটোয়া : কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি আর সিপিএম-কংগ্রেসের কুৎসা ও অপপ্রচারের প্রতিবাদে ভিড়ে ঠাসা বিশাল জনসভা করল বর্ধমান ২ ব্লক তৃণমূল ও বৈকুণ্ঠপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই সভার প্রধান বক্তা ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা যুব তৃণমূল নেতা রাসবিহারী হালদার প্রমুখ।

আরও পড়ুন-জলপাইগুড়ি জেলা বইমেলা শুরু হল

কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও এই কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে সভায় সরব হন দেবু টুডু। বলেন, ‘১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকারের বন্ধ করে দেওয়ার কোনও অধিকার নেই। এই টাকা আমার-আপনার, গরিবের ট্যাক্সের টাকা।’ আবাস যোজনার উপভোক্তাদের তালিকা চূড়ান্ত ও ত্রুটিমুক্ত করতে প্রশাসনের সমীক্ষা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন-আইএসআই যোগ স্বীকার ধৃত গুড্ডুর, টোটো চালানোর ফাঁকে নজরদারি সেনাছাউনিতে

সিপিএম সরকারের দুর্নীতি, পক্ষপাত, স্বজনপোষণের ভূরি ভূরি উদাহরণ তুলে ধরে বাগবুল ইসলাম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেছেন। এখানে বিপিএল তালিকায় তৃণমূল কর্মী-সমর্থকরা যেমন থাকেন, তেমনই সিপিএম-বিজেপি-কংগ্রেসের লোকজনও থাকেন। অন্য দল করলেও সরকারি প্রকল্প থেকে উপযুক্ত প্রাপকদের কখনও বঞ্চনা করা হয় না। দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের মানুষকে সরকারি সুবিধা ও প্রকল্পের সুযোগ পেতে প্রভূত সাহায্য করেছে বলেই কেন্দ্রও বাধ্য হয়েছে এই প্রকল্পকে দেশের সেরার শিরোপা দিতে।’

Latest article