লন্ডন, ১০ জুন : লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা এখনও বেঁচে টিম ইন্ডিয়ার।
সৌজন্যে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। এই জুটির লড়াকু ব্যাটিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভেসে রয়েছে ভারত। ওভালে চতুর্থ দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ১৬৪। রবিবার, শেষ দিনে জেতার জন্য দরকার আরও ২৮০ রান। হাতে সাত উইকেট। তবে ক্রিজে বিরাট রয়েছেন। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন রাহানে। স্বপ্ন দেখাই যায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখে অভিভূত স্বামীহারা সুলতানা
তবে বাস্তব বড় কঠিন। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার সর্বোচ্চ নজির ৪১৮। লাল বলের ক্রিকেটে রান তাড়া করে ভারতের সবথেকে বড় জয়ের রেকর্ড ৪০৩। সেখানে রোহিত শর্মাদের টার্গেট ৪৪৪!
পরিসংখ্যান আরও বলছে, ওভালের চতুর্থ ইনিংসে সবথেকে বেশি রান তাড়া করে টেস্ট জেতার রেকর্ডটা ১২১ বছরের পুরনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৩ রানের টার্গট তাড়া করে এক উইকেটে জিতেছিল ইংল্যান্ড!
আরও পড়ুন-শিশু দত্তকে সতর্কতা
আবার এই ওভালেই, ১৯৭৯ সালে ৪৩৮ রান তাড়া করে প্রায় ম্যাচ জিতে গিয়েছিল ভারত। সৌজন্যে সুনীল গাভাসকরের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি। সেবার জয়ের থেকে মাত্র ৯ রান দূরে থেমে গিয়েছিল ভারত। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছিল। রবিবাসরীয় ওভালে কি গাভাসকর হয়ে উঠতে পারবেন বিরাট?
ম্যাচে ফেরার জন্য ভারতের সামনে একটাই পথ খোলা ছিল, শনিবার দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেওয়া। মার্নাস লাবুশানেকে (৪১) আউট করে উমেশ যাদব আশাটা উসকে দিয়েছিলেন। ক্যামেরন গ্রিনও (২৫) খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। তিনি রবীন্দ্র জাদেজা শিকার। কিন্তু অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক সপ্তম উইকেটে ৯৩ রান যোগ করে ভারতীয়দের আশায় জল ঢেলে দেন। স্টার্ক ৪১ রান করে মহম্মদ শামির বলে আউট হলেও, ৬৬ রানে অপরাজিত থেকে যান ক্যারি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-প্রস্তুতি ম্যাচে জয় ডায়মন্ড হারবারের
রান তাড়া করতে নেমে শুরুটা ইতিবাচক ভাবেই করেছিলেন শুভমন গিল ও রোহিত শর্মা। কিন্তু এবারও স্কট বোল্যান্ডের শিকার হলেন শুভমন। তবে শুভমনের (১৮) আউট নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। বোল্যান্ডের বলে স্লিপে তাঁর ক্যাচ নেন গ্রিন। কিন্তু বল মাটিতে ছুঁয়েছিল বলেই মনে হয়েছে। যদিও বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখে শুভমনকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। কিন্তু তাতেও বিতর্ক কমছে না। শুভমন প্যাভিলিয়নে ফেরার পর ভারতকে টানছিলেন রোহিত ও পূজারা। বিশেষ করে, রোহিত দারুণ ব্যাট করছিলেন। কিন্তু দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করার পর জুটি ভেঙে দেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই অস্ট্রেলীয় স্পিনার তুলে নেন রোহিতকে। ভারত অধিনায়কের অবদান ৬০ বলে ৪৩। পরের ওভারেই পূজারাকে (২৭ রান) প্যাভিলিয়নে ফেরত পাঠান প্যাট কামিন্স। ১ উইকেটে ৯১ থেকে দ্রুত ৩ উইকেটে ৯৩ হয়ে ভারত।
আরও পড়ুন-ট্রাম্পের বাথরুমে পাওয়া গেল পরমাণু অস্ত্রের গোপন নথি
ওই পরিস্থিতি থেকে পাল্টা লড়াই শুরু করেন বিরাট ও রাহানে। দিনের শেষে বিরাট ৪৪ রানে ব্যাট করছেন। তাঁর ৬০ বলের ইংনিসে রয়েছে ৭টি চার। অন্যদিকে, রাহানে ২০ রানে অপরাজিত। অসমাপ্ত চতুর্থ উইকেটে দু’জনে ইতিমধ্যেই ৭১ রান যোগ করে ফেলেছেন। এই লড়াইটা রবিবার ফের নতুন করে শুরু করতে হবে বিরাট-রাহানেকে।