শিশু দত্তকে সতর্কতা

Must read

প্রতিবেদন : শিশু পাচার ও অবৈধ দত্তক (Child adoption) গ্রহণ ঠেকাতে আরও সতর্ক হচ্ছে রাজ্য সরকার। অভিভাবকহীন বা পরিত্যক্ত শিশুদের খোঁজ মিললে ২৪ ঘণ্টার মধ্যে তা চাইল্ডলাইন, স্থানীয় থানা, জেলা স্তরের শিশু সুরক্ষা কমিটিকে জানাতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম সম্প্রতি এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। স্বাস্থ্যসচিবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও মাতৃসদন, হাসপাতাল, নার্সিংহোমে অভিভাবকহীন কোনও শিশু (Child adoption) যদি পাওয়া যায়, অথবা কোনও পুলিশ কর্মী কিংবা কোনও ব্যক্তিও যদি অভিভাবকহীন কোনও শিশুর খোঁজ পান তবে বাধ্যতামূলকভাবে চাইল্ডলাইনে জানাতে হবে। জানাতে হবে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে। ওই পরিত্যক্ত শিশুর দেখভাল করার জন্য জেলাশাসকের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। ওই কমিটি শিশু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শিশুদের কেনাবেচার কাজে জড়িত থাকার অভিযোগে কেউ ধরা পড়লে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হবে হবে। হাসপাতাল, হোম বা অনাথ আশ্রমের কেউ এই কাজে যুক্ত প্রমাণ হলে তাদের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পরিত্যক্ত অথবা পিতৃ-মাতৃহীন শিশুদের সুরক্ষার জন্য জেলাস্তরে কমিটিকে আরও শক্তিশালী করতে বলা হয়েছে। কোনও পরিত্যক্ত শিশুকে খুঁজে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরকারি হোমে স্থানান্তর করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রেলে যাত্রীসুরক্ষার বরাদ্দ টাকা বিলাসের সামগ্রী কিনতে খরচ!

Latest article