মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখে অভিভূত স্বামীহারা সুলতানা

Must read

সংবাদদাতা, কাটোয়া : তিনদিন বাদেও ঘোর কাটেনি সুলতানা বেগমের। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সংসারের একমাত্র রোজগেরে স্বামীকে হারিয়ে অথৈ জলে সুলতানা (Sultana)। তাঁর পরিবারকে নতুনজীবন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর আতিথেয়তা আর আন্তরিকতায় অভিভূত সুলতানা (Sultana) বারেবারে সেকথাই বলছেন। রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে তৃণমূলের তরফে ২ লক্ষ টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফেও ৫ লক্ষ টাকা ও চাকরি দেওয়া হয়েছে। নেতাজি ইনডোরে ৯ মাসের সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো কাটোয়ার কৈথন গ্রামের যুবক সাদ্দাম হুসেন শেখের স্ত্রী সুলতানা বেগম। অর্থসাহায্য আর হোমগার্ডের নিয়োগপত্র পাওয়ার পাশাপাশি সুলতানার বাড়তি পাওনা মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। তিনি বলছেন, ‘আমার ছেলেকে দেখে মুখ্যমন্ত্রী তাকে কোলে নিয়ে আদর করেন, একটা সুন্দর পুতুলও দেন।’ একই সুর কাটোয়ার করুই গ্রামের বাসিন্দা সুখলাল সর্দার, টুসু সর্দারদের গলাতেও। দু’জনেই ৫ লাখ টাকা ও হোমগার্ডের নিয়োগপত্র পেয়ে অভিভূত।

আরও পড়ুন- নন্দীগ্রামের বিজেপি নেতা তৃণমূলে

Latest article