আজ শ্রেয়সদের সামনে লখনউ, জিতলেও নিশ্চিত নয় প্লে-অফ

শুধু তাই নয়, প্রথম দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য লখনউকে এই ম্যাচটা জিততেই হবে। তাই শ্রেয়সদের কাজটা খুব একটা সহজ হবে না।

Must read

মুম্বই, ১৭ মে : মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেকেআর শিবিরে শুধুই হিসেবের কচকচানি! পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ের পর নাইটদের প্লে-অফে ওঠার অঙ্কটা আরও জটিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা। শেষ চারে জায়গা করে নিতে লখনউকে শুরু হারালেই চলবে না, শ্রেয়সদের জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রানরেট যতটা সম্ভব বাড়িয়ে রাখা যায়। কিন্তু হারলেই সব আশা শেষ।

আরও পড়ুন-মুম্বই জয়ে আশা বেঁচে হায়দরাবাদের

তবে বুধবারের ম্যাচটা বড় ব্যবধানে জিতলেই যে কেকেআর প্লে-অফ খেলবে, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। নাইটদের ভাগ্য নির্ভর করছে আরও তিনটে সমীকরণের উপরে। এক—আরসিবিকে শেষ ম্যাচে গুজরাটের কাছে হারতে হবে। দুই—দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হবে। এবং তিন—পাঞ্জাব শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও সেই জয় যেন বড় ব্যবধানে না হয়।
সেক্ষেত্রে আরসিবি, দিল্লি ও পাঞ্জাবের সঙ্গে পয়েন্টের বিচারে (১৪) একই মেরুতে থাকবেন শ্রেয়সরা। তখন প্লে-অফে কে উঠবে, তা ঠিক করবে নেট রানরেট। এতগুলো যদি-কিন্তুর বেড়া টপকে শ্রেয়সরা শেষ পর্যন্ত ইডেন গার্ডেন্সের টিকিট পাবেন কিনা, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। কেকেআর শিবির যদিও অঙ্কের জটিলতা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। বরং যেভাবেই হোক লখনউয়ের বিরুদ্ধে ম্যাচটা বড় ব্যবধানে জিততে চাইছেন আন্দ্রে রাসেলরা। ক্যারিবিয়ান তারকা তো আগাম জানিয়েই রেখেছেন, ‘‘শেষ ম্যাচটা আমাদের কাছে ফাইনাল। যে করেই হোক আমাদের জিততে হবে। বাকিটা তারপর ভাবা যাবে।’’

আরও পড়ুন-ওআইসি-র মন্তব্যের প্রতিবাদ ভারতের

দল চাপে থাকলেও, রাসেল কিন্তু এবারের আইপিএলে দুর্দান্ত সফল। ১৩ ম্যাচে ৩৩০ রান করার পাশাপাশি ১৭ উইকেট দখল করেছেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষ দুটো ম্যাচে কেকেআরকে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন রাসেল। লখনউয়ের বিরুদ্ধেও তাঁর উপরেই বাজি ধরছেন টিম সাউদির মতো সতীর্থরা।
এদিকে, টুর্নামেন্টের শেষ লগ্নে পৌঁছে চোট-আঘাত সমস্যায় জর্জরিত কেকেআর শিবির। প্যাট কামিন্স কোমরের চোটে আগেই ছিটকে গিয়েছেন। এই তালিকায় নতুন সংযোজন হয়েছে অজিঙ্ক রাহানের নাম। হ্যামস্ট্রিংয়ের চোটে গতকালই টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রাহানে। ফলে বুধবারের ম্যাচে তিনি নেই। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে কে ওপেন করবেন, সেটাও নাইটদের মাথাব্যথার কারণ।

আরও পড়ুন-বাংলা ছাড়তে চেয়ে ফোন ঋদ্ধিমানের

কেকেআরের প্রতিপক্ষ লখনউ আবার শেষ দুটো ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া কেএল রাহুলদের প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত। কিন্তু শেষ ম্যাচটা জিতেই নকআউট পর্বে পা রাখতে চাইছেন রাহুলরা। শুধু তাই নয়, প্রথম দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য লখনউকে এই ম্যাচটা জিততেই হবে। তাই শ্রেয়সদের কাজটা খুব একটা সহজ হবে না।

Latest article