বেঙ্গালুরু, ১০ এপ্রিল : আরও একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী রইল আইপিএল। সোমবার স্কোরবোর্ডে দুশোর বেশি রান তুলেও হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ বলে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। এক উইকেটে হেরে মাঠ ছাড়লেন বিরাট কোহলিরা।
অথচ বিরাট, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো হাফ সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল আরসিবি। ৪৪ বলে ৬১ রান করেন বিরাট। ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত আউট হন ২৯ বলে ৫৯ রান করে। ৪৬ বলে ৭৯ করে নট আউট থাকেন ডুপ্লেসি। কিন্তু বিরাটদের মুখের গ্রাস কেড়ে নিলেন মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরান। প্রথমজন ৩০ বলে ৬৫ রান করে ভিত গড়ে দেন। আর পুরান মাত্র ১৯ বলে ৬২ রান করে ম্যাচ লখনউয়ের মুঠোয় নিয়ে এসেছিলেন।
কিন্তু পুরান আউট হতেই শুরু হয় নাটক। ৮ বলে ৭ রান দরকার, হাতে ৪ উইকেট, এই পরিস্থিতিতে হিট উইকেট হন আয়ুষ বাদানি (২৪ বলে ৩০)। এরপর দু’বলে এক রান চাই, এই পরিস্থিতিতে আউট হন জয়দেব উনাদকট। শেষ বলে রবি বিষ্ণোইকে মানকডিং করার চেষ্টা করেছিলেন হর্ষল প্যাটেল। কিন্তু আম্পায়ার তা নাকচ করেন বিধিসম্মত না হওয়ায়। শেষ পর্যন্ত শেষ বলে বাই রান নিয়ে ম্যাচ জিতে যায় লখনউ।
আরও পড়ুন- বাড়ছে দৈনিক সংক্রমণ, শুরু হল মক ড্রিল