দেড় কোটি চিঠি, ২ লক্ষ মানুষের জমায়েত দিল্লিতে

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। বাংলার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। বঞ্চনা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে প্রতি পদক্ষপে পদদলিত করার প্রতিবাদে আন্দোলনের রূপরেখা তৈরি করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত এক থেকে দেড় কোটি চিঠি সংগ্রহ করবেন দলীয় কর্মীরা। প্রতিটি এলাকায় চিঠি সংগ্রহকে হাতিয়ার করে আন্দোলনের চেহারা তৈরি করতে হবে। মানুষকে একজায়গায় নিয়ে আসতে হবে। বঞ্চনার কথা বলতে গিয়ে বলতে হবে,
১. বাংলার সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ হাজার টাকা দিচ্ছে। অমানবিক মোদি সরকার (Modi Government) আধার কার্ড- প্যান কার্ডের সংযোগ করতে সেই টাকা কেড়ে নিচ্ছে। সব জায়গায় মানুষকে একজোট করে একথা বেঝাতে হবে। ২. চিঠি লিখতে হবে হাতে। কোনও টাইপ করা চিঠি গৃহীত হবে না। চিঠির প্রথমে বুথ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক এবং ব্লক স্তর থেকে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছবে।
৩. বকেয়া না মেটানোর প্রতিবাদে দিল্লির বুকে ২ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট। হতে পারে ধরনাও।
৪. বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার প্রশ্নে সাধ্যমতো চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- ‘কেউ শ্মশানকে ভালবাসতে পারে?’ ভুয়ো খবর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Latest article