শাহরুখ বিজেপিতে গেলে ড্রাগের বদলে মিলত চিনির গুঁড়ো

Must read

প্রতিবেদন : শাহরুখ খান বিজেপিতে যোগ দিলে এনসিবি ড্রাগের বদলে উদ্ধার করত চিনির গুঁড়ো। রবিবার এভাবেই কেন্দ্রের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা ছগন ভুজবল। ভুজবলের শ্লেষ, শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে পরিস্থিতি কখনওই এমনটা হত না। মাদককাণ্ডে তখন তাঁর ছেলেকে জেলে যেতেও হত না। এনসিবি তখন বলত, আমরা কোনও ড্রাগ পাইনি, পেয়েছি চিনির গুঁড়ো। শাহরুখ বিজেপিতে যোগ না দেওয়াতেই তাঁর উপর প্রতিহিংসা মেটাতে আরিয়ানকে জেলে ভরে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুম্বইয়ের এক প্রমোদতরীতে মাদক কাণ্ডে জড়িত থাকার অপরাধে চলতি মাসের ২ তারিখে আরিয়ানকে আটক করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। একটানা ১৬ ঘণ্টা জেরা করার পর ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করা হয়। কয়েকদিন এনসিবির হেফাজতে থাকার পর আরিয়ান এখন রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে। ইতিমধ্যেই আরিয়ানের জামিনের আর্জি পাঁচবার নাকচ হয়ে গিয়েছে। বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আর্জির পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। কিন্তু মাদক কাণ্ডে আরিয়ানের জড়িত থাকার ঘটনায় প্রথম থেকেই মহারাষ্ট্রের নেতা-মন্ত্রীরা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন।

Latest article