নয়াদিল্লি : ২০২৪–এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে শক্তি বৃদ্ধি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের৷ বুধবার রাজধানী দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন এনসিপি নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী মজিদ মেমন (Majeed Memon joins TMC)৷ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও লোকসভার সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে দলের পতাকা তুলে নেন একদা শারদ পাওয়ারের ঘনিষ্ঠ এই প্রাক্তন সাংসদ৷ মেমনের (Majeed Memon joins TMC) কথায়, আসন্ন মেঘালয় বিধানসভা নির্বাচনই প্রথম লক্ষ্য৷ বিরোধী নেতা–নেত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয়৷ সেকারণেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম৷ আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে৷ এখন থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দেব আমরা৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে গর্জন করেছে তা এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে৷ বিজেপির সমস্ত অর্থবল, বাহুবলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোকাবিলা করেছেন তাতে আমি অনুপ্রাণিত৷ বিজেপি চায় বিরোধীমুক্ত ও গণতন্ত্রমুক্ত দেশ গড়তে৷ এই পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক হিসেবে চুপচাপ বসে থাকার সময় নেই৷ যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়াবে৷ এদিন উপস্থিত সৌগত রায় ও ডেরেক ও’ব্রায়েন বলেন, সম্প্রতি সাকেত গোখেলের গ্রেফতারের বিরুদ্ধে আদালতে দারুণ সওয়াল করেছিলেন মজিদ মেমন৷ তিনি বহু মানবাধিকার সংক্রান্ত মামলা লড়েছেন৷ নাগরিক সমাজের কাছে তিনি খুবই শ্রদ্ধেয়৷
আরও পড়ুন-সাংসদ তহবিলের টাকায় ভজন-কীর্তন হবে মন্দিরে, নির্দেশ বিজেপি সাংসদের