প্যালেস্তাইনবাসীর পাশে দাঁড়িয়ে যুদ্ধবিরতির ডাক মালালার, করলেন আর্থিক সাহায্য

Must read

ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। এরই মাঝে গাজার একাধিক জায়গায় হামলা চলছে। হাসপাতাল, মসজিদ কোথাও রেহাই নেই। আগেই গাজা হাসপাতালে রকেট হামলার নিন্দায় সরব হয়েছে ভারত। এবার গাজা হাসপাতালে হামলার নিন্দায় সরব হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। দাঁড়ালেন প্যালেস্তাইনের নাগরিকদের পাশেও।

আরও পড়ুন-নিজ্জর হত্যাকাণ্ড: কানাডার পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া

প্যালেস্তাইনবাসীর পাশে দাঁড়িয়ে ২.৫ কোটি টাকা আর্থিক সহায়তা করেছেন মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। গাজার অসহায়দের পাশে দাঁড়িয়ে ভিডিয়ো বার্তায় মালালা বলেছেন, “গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় আমি আতঙ্কিত। এর তীব্র করছি। ইজরায়েল সরকারের কাছে আবেদন জানাচ্ছি, গাজায় অনুদান প্রবেশের অনুমতি দেওয়া হোক।“ একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালালা। যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্তাইনবাসীর সাহায্যের জন্য অনুদানের ৩টি হেল্পলাইনের মাধ্যমে সরসারি ৩ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২.৫ কোটি টাকা দিচ্ছেন বলেও জানিয়েছেন ইউসুফজাই। হামাস-ইজরায়েল বন্ধ করার কাতর আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন- দিল্লির চাপে ভারত থেকে ৪১ কূটনীতিককে সরাতে বাধ্য হল কানাডা

গাজার হাসপাতালে রকেট হামলায় প্রাণ গিয়েছে শিশু, বয়স্ক, রোগী-সহ অন্তত ৫০০ জনের। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে একাধিক দেশ। তবে এই রকেট হামলার দায় নেয়নি ইজরায়েলের নেতানিয়াহুর সরকার। ইজরায়েলের কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলা চালাতে পারে বলে ইজরায়েলের দাবি। এই ঘটনার তদন্ত চলছে।

Latest article