কাল মেঘালয়ে প্রচারে ঝড় তুলবেন নেত্রী ও অভিষেক

Must read

প্রতিবেদন : আবারও প্রচারে ঝড় তুলতে মেঘালয় (Meghalaya) যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২২ ফেব্রুয়ারি তুরা লোকসভার অন্তর্গত রাজাবালায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন নেত্রী। ২১ ফেব্রুয়ারি কলকাতার দেশপ্রিয় পার্ক ও শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক জনসভা করবেন। ২২ ফেব্রুয়ারি হাসিমারা থেকে সরাসরি তুরার রাজাবালায় পৌঁছবেন নেত্রী (Mamata Banerjee)। এর আগে টানা তিনদিন মেঘালয়ে থেকে রোড-শো ও একাধিক জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গারো হিলসের (Garo Hills) মেন্দিপাথারে বিশাল জনসভা করেছেন দু’জনেই। মেঘালয় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রার্থী বাছাই থেকে ইস্তাহার— প্রার্থী-তালিকা প্রকাশ থেকে প্রচার— শুরু থেকেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। ধারে-কাছে নেই এনপিপি-বিজেপি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভায়, রোড-শোতে উপচে-পড়া ভিড় বলে দিচ্ছে দুর্নীতিগ্রস্ত বর্তমান কনরাড সরকারকে সরাতে শপথ নিয়েছেন মেঘালয়বাসী। মেঘের রাজ্যের হারানো গরিমা ফিরিয়ে আনতে মরিয়া সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস ইস্তাহারে যে দশ অঙ্গীকার করেছে সরকারে আসার পর তার কাজ শুরু হবে এক মাসের মধ্যে৷ ফলে মহিলাদের জন্য ‘উই কার্ড’ থেকে ‘মাই কার্ড’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে মেঘালয়ে।

আরও পড়ুন: ভেঙে গেল জেডিইউ

Latest article