জাতীয় সঙ্গীতের ‘অসম্মান’ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা খারিজ আদালতে

সেই অনুষ্ঠান থেকেই জাতীয় সঙ্গীতের (national anthem) অবমাননার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Must read

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ে(Mumbai) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠান থেকেই জাতীয় সঙ্গীতের (national anthem) অবমাননার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মুম্বইয়ের এক বিজেপি নেতা এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জাতীয় সঙ্গীতের প্রতি কোনও রকম অসম্মান করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রাজ্যে আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছেন, অভিযোগকারী সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। টেলিভিশনে সম্প্রচারিত একটি ছোট অংশের ভিত্তিতে তিনি অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগ তিনি দায়ের করেন সেটা ১৭-১৯ সেকেন্ডের একটি ক্লিপ। গোটা ঘটনা ২ মিনিটের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, “শ্রদ্ধার সঙ্গে” জাতীয় সঙ্গীত গেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জাতীয় সঙ্গীতে ‘মারাঠা’, ‘বঙ্গ’ শব্দগুলি বেশি জোর দিয়ে উচ্চারণ করেছেন। এমনকি জাতীয় সঙ্গীত শেষে ‘জয় মহারাষ্ট্র, জয় ভারত, জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

আরও পড়ুন-লিস্টনদের দাপটে চারে চার মোহনবাগানের

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিবেকানন্দ গুপ্তা নামে এক বিজেপি কর্মী। তাঁর অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীত চলার সময় উঠে দাঁড়াননি মমতা। চেয়ার বসেই জাতীয় সঙ্গীতের কয়েক লাইন গেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই তিনি নাকি অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে যান। প্রিভেনশন অব ইনসাল্ট টু দ্য ন্যাশনাল অনর অ্যাক্টে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বিরুদ্ধে। তবে এদিন আদালত নিজের অবস্থান স্পষ্ট করে মামলা খারিজ করে দেয়।

Latest article