নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্য জুড়ে কম করে ৪৩ হাজার পুজো কমিটি রয়েছে। পুজো কমিটিগুলিকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে

Must read

দুর্গাপুজোর (Durgapuja) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুজো কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কাঠামো পুজো করে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কুমোরপাড়াগুলিতে ব্যস্ততাও এই মুহূর্তে তুঙ্গে। প্রতিবারের মত এবারও পুজো কমিটির কর্ণধারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ অগস্ট নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-পাথুরিয়াঘাটায় ভাঙল ৫তলা পুরোনো বাড়ি, মৃত ১ মহিলা

ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে হেরিটেজ উৎসব তকমা দেওয়ার পর এটি দ্বিতীয় বছর। গত বছর পুজো কমিটিগুলির জন্য আর্থিক সাহায্যের পরিমাণ দশ হাজার টাকা বাড়িয়ে ছিল রাজ্য সরকার। ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা করা হয়েছিল। রাজ্য জুড়ে কম করে ৪৩ হাজার পুজো কমিটি রয়েছে। পুজো কমিটিগুলিকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়া দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগ, বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

Latest article