সালটা ছিল ২০১৫। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নিজেই টুইট করেছিলেন— ‘শিলং যাচ্ছি। আইআইএমে পড়াতে।’ সন্ধেয় সেই অনুষ্ঠানের মঞ্চেই নিজের বক্তব্য রাখার সময় বেহুঁশ হয়ে গেলেন দেশের ‘মিসাইল ম্যান’। এরপর তাঁকে দু’কিলোমিটার দূরের বেথেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার একটু পরেই চিকিৎসকেরা ঘোষণা করেন, প্রয়াত হয়েছেন দেশের একাদশতম রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম।
আরও পড়ুন-রামধনু কীভাবে সৃষ্টি হয়?
হাসপাতাল সূত্রের খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন কালাম। হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল তাঁর। তবু তাঁকে আইসিইউয়ে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের চেষ্টা কাজে আসে না।
এদিন মেঘালয় রাজভবন সূত্রে জানানো হয়, সন্ধে পৌনে ছটায় শিলং আইআইএমে আসেন প্রাক্তন রাষ্ট্রপতি। আইআইএমে ‘লিভেবেল প্ল্যানেট আর্থ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি। ৬.৩৫ মিনিটে বলতে ওঠেন কালাম। পাঁচ মিনিট বলার পরেই পড়ে যান তিনি।
সেদিন বিকেলে গুয়াহাটি এসেছিলেন কালাম। সেখান থেকে সড়কপথে যান শিলং। বিমানবন্দরে তার গুণমুগ্ধদের সঙ্গে কথাও বলেন হাশিখুশি কালাম। তাঁর অসুস্থতার খবর পেয়ে বেথানি হাসপাতালের সামনে কয়েক হাজার মানুষের জমায়েত হয়।
আরও পড়ুন-মুখ্য অর্থনীতিবিদ
আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে দেশের একাদশতম রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।