দল একটাই, তৃণমূল কংগ্রেসের অন্দরে কোনো দ্বন্দ্ব যেন না থাকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারা কথা দিন

Must read

দল একটাই। তৃণমূল কংগ্রেস একটাই পরিবার। দলের ভিতর যেন কোনে দ্বন্দ্ব না থাকে। আপনারা আমায় কথা দিন কেউ কারও সঙ্গে ঝগড়া করবেন না। নেতাজী ইনডোরের মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বার্তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সদ্য ঘোষণা করা হয়েছে প্রত্যাশিত ভাবেই তিনিই আবারও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। তারপরেই দলের উদ্দেশ্যে নেত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য।

দলকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেসকে আরও বাড়াতে হবে। আপনারা দলকে আরও মজবুত শক্তিশালী করুন। আমি আছি তবে সামনে বড় লড়াই। সকলকে সঙ্গে নিয়ে দেশ থেকে বিজেপিকে সরানোর কাজ করতে হবে। আপনারা নিজেরা দলকে সংঘবদ্ধ রাখুন কেউ কারও সঙ্গে ঝগড়া করবেন না। কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে। কথা দিন আপনারা৷ নেত্রী যখন তাঁর দলের সতীর্থদের কাছ থেকে প্রতিশ্রুতি চাইছেন তখন স্টেডিয়ামে উপস্থিত সকলে সমস্বরে বললেন কথা দিলাম। উপস্থিত নেতা-নেত্রীরা হাত তুলে বুঝিয়ে দিলেন তারা দলনেত্রীকে আস্বস্থ করছেন।

আরও পড়ুন: “ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন, দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন?” তোপ মমতার

চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নতুন প্রজন্ম ছাত্র -যুব যারা দল করছেন তারা তৃণমূল কংগ্রেসের ইতিহাসকে জানবে। তৃণমূল কংগ্রেস কেন তৈরি হল, বামফ্রন্টের অত্যাচার, দলের আন্দোলন কর্মসূচি সবকিছু একাধিক বইতে লিপিবদ্ধ করা আছে। তা পড়তে হবে। এগুলি ইতিহাসের দলিল। সঙ্গে নেত্রীর সংযোজন, তৃণমূল কংগ্রেস বাংলায় তৈরি হলেও তা এখন সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে। ২০১৬ সালে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জাতীয় স্তর স্বীকৃতি দিয়েছে। নেত্রী জানালেন, দলের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে।

তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সহ দলের একাধিক কমিটি তৈরি হবে। পদে নাম ঠিক হবে ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রীমা ভট্টাচার্যরা সামলাবে। সুব্রত বক্সীকে দলের সহ সভাপতি করা হল। আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যেমন ছিলেন তেমনটাই রইলেন।

Latest article