দীপাবলির আলো জ্বালালেন মুখ্যমন্ত্রী

সহজভাবে মিশে গেলেন উৎসব-পিয়াসী মানুষের মাঝে। জানবাজার সম্মিলিত কালীপুজোর মণ্ডপে তাঁকে স্বাগত জানানো হল আদিবাসী নৃত্যে।

Must read

প্রতিবেদন : প্রদীপ জ্বেলে আলোর উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই দীপাবলিকে স্বাগত জানাল মহানগরী। জানবাজারের কালীমণ্ডপে ফাইবারের দুর্গাপ্রতিমা দেখে সংরক্ষণের নির্দেশ দিলেন মুগ্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতায় ফিরেই পরপর চারটি কালীপুজোর উদ্বোধন করলেন জননেত্রী।

আরও পড়ুন-খিদেয় ভুগছে ভারত, এটাই বিজেপির একমাত্র সাফল্য

সহজভাবে মিশে গেলেন উৎসব-পিয়াসী মানুষের মাঝে। জানবাজার সম্মিলিত কালীপুজোর মণ্ডপে তাঁকে স্বাগত জানানো হল আদিবাসী নৃত্যে। এদিন এটিই ছিল মুখ্যমন্ত্রীর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন এবং পুজোর মূল উদ্যোক্তা বিধায়ক স্বর্ণকমল সাহা। প্রতিটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। জানবাজারের পরে মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটন করলেন শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর। ঠিক যেন ঘরের মেয়ে। হাসিমুখে খোঁজখবর নিলেন অনেকের। করলেন শুভকামনা।

আরও পড়ুন-হলদিয়া পুর দুর্নীতি, ধৃত বিজেপি নেতা

মন তাজা রাখার জন্য আলোর মেলার তাৎপর্যের কথা শোনালেন। করলেন মন্ত্রোচ্চারণও। সতর্ক করলেন আবহাওয়া নিয়েও। ইন্ডিয়া ক্লাব এবং ভেনাস ক্লাবেও সেই একই ছবি। প্রতিমা নির্মাণে শিল্পনৈপুণ্যের ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে শ্যামা মায়ের সামনে জ্বেলে দিলেন দীপাবলির আলো। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে দীপাবলিকে স্বাগত জানালেন মহানগরী কলকাতার মানুষ।

Latest article