উন্নয়নে মুছে যাবে বিজেপি

কত প্রতিভা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এই কথাগুলো ছাত্র, যুবদের জানাতে হবে। সিপিএম এখন সাধু সেজে বড় বড় কথা বলছে।

Must read

প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ধাক্কায় নিঃশব্দে মুছে যাবে বিজেপি। বৃহস্পতিবার দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এ কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভিড় ঠাসা জমায়েতে কুণাল বলেন, এবার নিঃশব্দ বিপ্লব হবে, মুছে যাবে বিজেপি। এ লড়াই থেকে আমরা পিছিয়ে আসছি না। আজকের প্রজন্মকে মনে করিয়ে দিন বিজেপির পাশাপাশি সিপিএম জমানার কথা। এই সিপিএম কম্পিউটার ঢুকতে দেয়নি। ইংরেজি তুলে দিয়েছিল।

আরও পড়ুন-দীপাবলির আলো জ্বালালেন মুখ্যমন্ত্রী

কত প্রতিভা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এই কথাগুলো ছাত্র, যুবদের জানাতে হবে। সিপিএম এখন সাধু সেজে বড় বড় কথা বলছে। আনন্দমার্গীদের হত্যা ভুলে যাব? আমরা ভুল করলে মাথা নিচু করে শুধরে নেব। তিনি বলেন, সবাই ভুল করে, অন্যায় করে। কিন্তু তৃণমূল কম করে। আর যখনই সেটা সামনে আসে তখনই স্বয়ং মুখ্যমন্ত্রী ও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আগামী দিনে কীভাবে উন্নততর তৃণমূল আসছে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা। সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এলাকায় যাঁরা বিরোধীদের ভোট দিচ্ছেন তাঁদের বাড়ি যান। গিয়ে জিজ্ঞেস করুন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন কি না। উন্নয়নের কথা বোঝান। এই সরকার প্রতিটি মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে পাশে আছে। যাঁরা ভাবছেন আমাদের ক’টা এমপি হবে। তাদের বলছি অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলির মধ্যে থাকবে একমাত্র তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে এমন ফল করতে হবে, যাতে যখন নেতৃত্বের প্রশ্ন আসবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেতৃত্বের ভার যাবে। কারণ, তাঁর মতো যোগ্য আর কাউকে পাওয়া যাবে না। অনেক প্রধানমন্ত্রী তো দেখেছেন। এবার লালকেল্লা থেকে ভাষণ দেবেন বাংলার তাঁতের শাড়ি ও হাওয়াই চপ্পল পরা আমাদের নেত্রী। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-খিদেয় ভুগছে ভারত, এটাই বিজেপির একমাত্র সাফল্য

কুণাল বলেন, বিজেপির দৌলতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ, সার সব কিছুর দাম বেড়েই চলেছে। বয়স্করা জানেন ব্যাঙ্কের সুদের হার কীভাবে কমছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল দেশের অন্যান্য রাজ্য থেকে সারা পৃথিবী থেকে স্বীকৃতি দিচ্ছে। এ রাজ্যে উন্নয়ন হচ্ছে, রাস্তা জল, আলো, বিদ্যুৎ সবক্ষেত্রেই।

Latest article