হলদিয়া পুর দুর্নীতি, ধৃত বিজেপি নেতা

পুলিশের চোখে বর্তমানে শ্যামল ফেরার। তাঁর নামে হুলিয়া জারি করেছে আদালত। সেই দুর্নীতি মামলায় প্রথম একজন প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার হল।

Must read

সংবাদদাতা, হলদিয়া : হলদিয়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত চলছে রাজ্যের বিরোধী দলনেতার ঘনিষ্ঠ, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে। তারই জেরে পুলিশ হলদিয়ার এক বিজেপি নেতাকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃত এই বিজেপি নেতা প্রাক্তন পুর পারিষদ সুতাহাটার সত্যব্রত দাস ওরফে স্বপন দাস। ইনি শ্যামল আদকের অত্যন্ত ঘনিষ্ঠ।

আরও পড়ুন-সিঙ্গুরে কংক্রিটে ঢাকা জমি চাষযোগ্য হয়েছে

পুরসভার ঠিকাদারও বটে। বুধবার রাত ১১টা নাগাদ পুলিশ সত্যব্রতকে গ্রেফতার করে। শ্যামলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত মামলায় একটানা জিজ্ঞাসাবাদের পর সত্যব্রতকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। পুর দুর্নীতি মামলায় হলদিয়ার এসডিপিও-র নেতৃত্বে অক্টোবর মাস জুড়ে চলছে তদন্ত। এই মামলায় অন্যতম অভিযুক্ত বিরোধী দলনেতার ঘনিষ্ঠ শ্যামল। মামলার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে পুলিশের হাতে পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর ও কর্মচারীর নাম উঠে এসেছে। তাদের অনেককেই পুলিশ একের পর এক জিজ্ঞাসাবাদ করেছে। তারপরেই সত্যব্রতকে গ্রেফতার।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে জঙ্গিপুরে নতুন প্রার্থীর সম্ভাবনা

২০১৭-য় তৃণমূলের টিকিটে জিতে হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন সত্যব্রত দাস। পরে শ্যামল আদকের সঙ্গে ২০২১-এ পদ্ম শিবিরে যোগ দেন। পুলিশের চোখে বর্তমানে শ্যামল ফেরার। তাঁর নামে হুলিয়া জারি করেছে আদালত। সেই দুর্নীতি মামলায় প্রথম একজন প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার হল।

Latest article