সিঙ্গুরে কংক্রিটে ঢাকা জমি চাষযোগ্য হয়েছে

সিঙ্গুরের উর্বর কৃষিজমিতে বামফ্রন্ট টাটাদের এনে যে সর্বনাশ করে তার জন্য টাটারা পাততাড়ি গুটিয়ে চলে গেছে।

Must read

সংবাদদাতা, হুগলি : সিঙ্গুরের উর্বর কৃষিজমিতে বামফ্রন্ট টাটাদের এনে যে সর্বনাশ করে তার জন্য টাটারা পাততাড়ি গুটিয়ে চলে গেছে। এই কথা বলে সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম কৃষকনেতা দুধকুমার ধারা জানান, ‘‘সিঙ্গুরের আন্দোলনরত কৃষকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তাঁদের ইচ্ছার বিরুদ্ধে উর্বর জমি কেড়ে নিয়ে টাটাকে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আন্দোলনের জেরে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে বাধ্য হয় বামফ্রন্ট।’’

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে জঙ্গিপুরে নতুন প্রার্থীর সম্ভাবনা

সিঙ্গুর জমি আন্দোলনের নেতা মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘টাটাদের কারখানার জন্য যে জমি কংক্রিটে ঢাকা পড়েছিল তার ৯০ শতাংশ চাষযোগ্য হয়েছে। রাজভবনের চুক্তি বামফ্রন্ট মানলে আজ এখানে শিল্পের সঙ্গে কৃষিকাজও চলত। ওদের ক্ষমতার দম্ভেই টাটাদের সিঙ্গুর থেকে বিদায় নিতে হয়।’’

Latest article