পঞ্চায়েত ভোটে জঙ্গিপুরে নতুন প্রার্থীর সম্ভাবনা

পরিষদে তৃণমূল নেতা তজিমুদ্দিন খানের পুরনো আসনটির অস্তিত্ব লোপ পেয়েছে। শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়ের আসন তফসিলি সংরক্ষিত হয়েছে

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বুধবার বেরিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা। সেই তালিকা অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলা পরিষদের আসন ৭০ থেকে বেড়ে হচ্ছে ৭৮। আসনসংখ্যা বাড়লেও জেলা পরিষদের একাধিক হেভিওয়েট প্রার্থী পুরনো আসনে লড়তে পারবেন না। জেলা পরিষদে তৃণমূল নেতা তজিমুদ্দিন খানের পুরনো আসনটির অস্তিত্ব লোপ পেয়েছে। শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়ের আসন তফসিলি সংরক্ষিত হয়েছে।

আরও পড়ুন-বারাসতের পুজোভাবনায় উত্তরাখণ্ডের কেদারনাথ

জানা গিয়েছে, আহিরণ এবং বংশবাটী গ্রাম পঞ্চায়েত নিয়ে জেলা পরিষদের নতুন আসনটির পাশাপাশি কানুপুর এবং জামুয়ার গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত আসনটিও তফসিলি সংরক্ষিত। দফরপুর ও রানিনগর পঞ্চায়েত নিয়ে গঠিত আসনটি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। জঙ্গিপুরের ৪ জেলা পরিষদ আসনের মধ্যে মির্জাপুর এবং জরুর গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি আসনটি শুধু অসংরক্ষিত। জেলা তৃণমূল চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘কে কোন আসনে লড়বেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব।’’

Latest article