বাঁধনা পরব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

রাতে বাড়ির গৃহিনীরা নতুন বস্ত্র পরে কুলোয় ধান, দূর্বা, আমের পল্লব, হলুদ জল ও ধূপ ধূনা দিয়ে ছড়া সুর করে গেয়ে গরুকে বরণ করে।

Must read

বাঁধনা পরব ভারতের ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এর কুড়মি, গোয়ালা, রাজোয়ার, সাঁওতাল, নাপিত, কুইরি, কুমহার, ভূমিজ, লোধা, মুন্ডা প্রভৃতি জাতির একরকম কৃষিভিত্তিক উৎসব।

আরও পড়ুন-চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে সস্তার রাজনীতি করছে সিপিএম- বিজেপি

কথিত আছে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যার রাত্রে কালীপূজার পরদিন বাঁদনা পরব পালিত হয়ে থাকে। এই উৎসবে যে গান গাওয়া হয়, তাকে অহিরা গান বলা হয়। রাতে বাড়ির গৃহিনীরা নতুন বস্ত্র পরে কুলোয় ধান, দূর্বা, আমের পল্লব, হলুদ জল ও ধূপ ধূনা দিয়ে ছড়া সুর করে গেয়ে গরুকে বরণ করে। গভীর রাতে গোয়ালে ঘি প্রদীপ জ্বালিয়ে ও উঠোনে কাঠের আগুন জ্বালিয়ে রাখা হয়।

আরও পড়ুন-তুষারঝড়ে মৃত্যু নিমতার পর্বতারোহীর

এদিনের এই উৎসব উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি টুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বন্দনা পরব ও সোহরাই পরবের আন্তরিক শুভেচ্ছা! অত্যন্ত গুরুত্বের একটি উত্সব, আমাদের উপজাতীয় ভাইয়েরা উত্সাহের সাথে গবাদি পশুর পূজা করে, লোকগান গেয়ে এবং বনফায়ার জ্বালিয়ে উদযাপন করে।’ তিনি আরও বলেন, ‘বন্দনা পরব এবং সোহরাই পরব প্রকৃতির সাথে আমাদের সহানুভূতিশীল সম্পর্ক বজায় রাখতে এবং শক্তিশালী করতে আমাদের অনুপ্রাণিত করে। আজকের এই শুভ উপলক্ষ্যে, আসুন আমরা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রক্ষা করার এবং উৎসবে আনন্দ করার অঙ্গীকার করি।’

 

Latest article