টেটে ম্যান অব দ্য ম্যাচ পুলিশ

Must read

প্রতিবেদন : টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজিরবিহীন ভূমিকা পালন করল পুলিশ প্রশাসন (TET- Police)। এক কথায় তারাই ম্যান অফ দ্য ম্যাচ। স্বরাষ্ট্র, পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য, নগোরন্নয়ন, আইটি দফতর-সহ প্রতিটি দফতরের সমন্বয়ে এবার টেট পরীক্ষা বাংলার বুকে মডেল হয়ে থাকল। পুলিশ প্রশাসনের সহযোগিতায় রবিবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়েই পরীক্ষা সম্পন্ন হল পরীক্ষা। পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন পরীক্ষর্থীরাও। পুলিশের (TET- Police) সহযোগিতা: ১) কলকাতার সল্টলেক-সহ বেশ কয়েকটি জায়গায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা হয় কয়েকজন পরীক্ষার্থীর। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। পৌঁছে দেওয়া হয় কেন্দ্রে। ২) প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পুলিশ প্রশাসনের তরফে ছিল বিশেষ ব্যবস্থা। ৩) প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বাঁকুড়ার কোতলপুরে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়। পুলিশের গাড়ি করে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে। ৪) রাস্তায় যানজট নিয়ন্ত্রণে এদিন ট্রাফিক পুলিশের ভূমিকা ছিল নজিরবিহীন। ৫) সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। ৬) পর্ষদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছে পুলিশ। পর্ষদ অফিসের চারতলায় খোলা হয়েছিল মেগা কন্ট্রোল রুম। এখান থেকেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিশেষ নজরদারি চালানো হয়। ৭) রাজ্য সরকারের নির্দেশে ইন্টারনেটের ওপরও নিয়ন্ত্রণ ছিল পরীক্ষাকেন্দ্রগুলিতে। ৮) মেডিক্যাল টিম নিয়ে পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রস্তুত ছিল পুলিশ। কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ বোধ করেন তাহলে তাঁর দ্রুত চিকিৎসার জন্যই ছিল এই ব্যবস্থা। সবমিলিয়ে এবারের টেট পরীক্ষায় পুলিশের মানবিক মুখের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। আর পরীক্ষা দিয়ে বেরিয়ে প্রশাসনের পুরো ব্যবস্থাপনারই ভূয়সী প্রশংসা করলেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ দফতরের সমন্বয়ে অভিযোগহীন পরীক্ষা

Latest article