সোনারপুরে বাড়িতে ফাটল, তীব্র আতঙ্ক

এলাকায় একটি বহুতলের নির্মাণ হচ্ছে। তার জেরেই একাধিক বাডি় এবং এলাকার একমাত্র স্কুলটিতে ফাটল ধরেছে বলে অভিযোগ।

Must read

সংবাদদাতা, সোনারপুর : বউবাজারের পর এবার বাড়িতে ফাটল ঘিরে আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও। সেখানে একটি বিদ্যালয়-সহ একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। এর জন্য এলাকায় একটি বহুতলের নির্মাণকেই দায়ী করেছেন স্থানীয়রা। রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌহাটির ঘটনা। এলাকায় একটি বহুতলের নির্মাণ হচ্ছে। তার জেরেই একাধিক বাডি় এবং এলাকার একমাত্র স্কুলটিতে ফাটল ধরেছে বলে অভিযোগ।

আরও পড়ুন-বউবাজারের বহু বাড়ি হেলে পড়েছে

তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকার্যে মেশিন চালু করা হলেই বাডি় কাঁপতে শুরু করে তাঁদের। খাটে শুয়ে থাকলেও কাঁপুনি অনুভূত হয়। তার জেরে শরীরে নানা সমস্যাও দেখা দিচ্ছে। এ নিয়ে নির্মীয়মাণ ওই বহুতলের কর্মীদের কাছে গিয়েও অভিযোগও জানিয়েছেন তাঁরা। লিখিত অভিযোগ জানানো হয়েছে পুরসভায়। অভিযোগ পাওয়ার পর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পুরসভার ইঞ্জিনিয়ারদের পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-নতুন সিনেমা হল পেতে চলেছে শহর

এ ব্যাপারে এলাকার কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, ‘‘আমার কাছে যখন খবর আসে, নির্মীয়মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্তের সঙ্গে কথা বলি আমি। বিষয়টি দেখার জন্য বলি। কিন্তু সংস্থার কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসতে চাইলেও, স্থানীয়রা তাতে রাজি হননি।’’ কাউন্সিলরের দাবি, সংস্থার পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। সোনারপুর থানার আইসি কয়েকজন ক্ষতিগ্রস্তকে ডাকেন এবং সকলকে নিয়ে একটি বৈঠক হয়।

Latest article