তিন দশক পর

দেশের প্রধানমন্ত্রী পদে মহিলা বোর্নেকে নিয়ে এলেন ম্যাক্রোঁ। ১৯৯১ সালে এডিথ ক্রেসন শেষবার ফ্রান্সের মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন।

Must read

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বোর্নে। সোমবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বোর্নের হাতে তাঁর নিয়োগপত্র তুলে দেন। বোর্নে প্রধানমন্ত্রী হওয়ায় তিন দশকেরও বেশি সময় পর ফ্রান্সে কোনও মহিলা সরকারের প্রধান হলেন। সরকার চালানোর ক্ষেত্রে অবশ্য বোর্নের বড় মাপের অভিজ্ঞতা রয়েছে। কারণ তিনি এর আগে ফ্রান্সের পরিবেশ যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন-সোনারপুরে বাড়িতে ফাটল, তীব্র আতঙ্ক

বর্তমান প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন ৬১ বছরের বোর্নে। গত মাসেই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তার পরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সরকারে বড় ধরনের রদবদল হবে। সেই প্রতিশ্রুতি মেনেই দেশের প্রধানমন্ত্রী পদে মহিলা বোর্নেকে নিয়ে এলেন ম্যাক্রোঁ। ১৯৯১ সালে এডিথ ক্রেসন শেষবার ফ্রান্সের মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন।

Latest article