মিছিল, না অপ্রতিরোধ্য জনস্রোত!

বিদ্যাসাগর সেতুতে পায়ে হাঁটা নিষেধ। কিন্তু ভোররাত থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ভর্তি বাসের স্রোত। সংখ্যা? এক কথায় অগুনতি।

Must read

প্রতিবেদনঃ ২৯ বছর আগে ২১ জুলাই হাওড়া ব্রিজ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের যে মিছিলটি ব্রেবোর্ন রোডের দিকে এগচ্ছিল, তা দেখে ঠিক এমনই প্রশ্ন জেগেছিল পথচারী মানুষের মনে। আজ ২৯ বছর পরে হাওড়া ব্রিজ দিয়ে আসা মিছিলটি দেখে সেই একই মন্তব্য আশপাশের মানুষের। মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে সেই জনস্রোত।

আরও পড়ুন-সচিত্র পরিচয়পত্র, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনেরই সাফল্য: সুব্রত বক্সি

বিদ্যাসাগর সেতুতে পায়ে হাঁটা নিষেধ। কিন্তু ভোররাত থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ভর্তি বাসের স্রোত। সংখ্যা? এক কথায় অগুনতি। মূলত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন সুশৃঙ্খল মানুষ। হাজারো কণ্ঠে নেত্রীর জয়ধ্বনি। তারজন্য কিন্তু যানজটের মুখে পড়তে হচ্ছে না অফিসযাত্রীদের। মসৃণভাবে যানবাহন চলাচল করছে দ্বিতীয় হুগলি সেতুতে।

Latest article