মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিতে গিয়ে জখম মেটাকর্তা জুকেরবার্গ, হল অস্ত্রোপচারও

Must read

প্রতিবেদন : মিক্সড মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিতে আহত হলেন মেটাকর্তা মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অবশেষে হাঁটুর অস্ত্রোপচার করাতে হল মার্ক জুকেরবার্গকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন মেটাকর্তা। সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, স্পারিংয়ে এসিএল ছিঁড়ে ফেলেছিলাম, সেটি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করিয়ে সবেমাত্র বের হলাম।
৩৯ বছর বয়সি মেটার সিইও জুকেরবার্গ (Mark Zuckerberg) আগেই জানিয়েছিলেন, একটি প্রতিযোগিতামূলক এমএমএ লড়াইয়ের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অদম্য আগ্রহ রয়েছে তাঁর। অতিমারির সময় থেকেই মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর মেটা প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, সুস্থ হয়ে ওঠার পর আমি এমএমএ প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অপেক্ষা করছি। আমাকে ভালবাসা ও উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। জুকেরবার্গের পোস্ট দেখে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু মানুষ। দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা জানিয়েছেন শুভার্থীরা।

আরও পড়ুন- যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে গাজার অ্যাম্বুল্যান্সে হামলা ইজরায়েলের

Latest article