আজ মহারণ, অপেক্ষা শুধু বিরাট সেঞ্চুরির

মেগা টুর্নামেন্টের এক বনাম দুই নম্বর দলের লড়াই ঘিরে ফুটছে ময়দানও। একটা মহার্ঘ্য টিকিটের জন্য আকুতি শহর জুড়ে।

Must read

প্রতিবেদন : রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের মেগা ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে উত্তাল পরিস্থিতি। টিকিটের কালোবাজারিই তার প্রমাণ। মেগা টুর্নামেন্টের এক বনাম দুই নম্বর দলের লড়াই ঘিরে ফুটছে ময়দানও। একটা মহার্ঘ্য টিকিটের জন্য আকুতি শহর জুড়ে। টিকিট নিয়ে যতই বিতর্ক থাকুক, রবিবারের ইডেন হাউসফুল থাকবে, ধরেই নেওয়া যায়। ম্যাচের দিনই বিরাট কোহলির জন্মদিন। তাই বাড়তি উৎসাহ দর্শক-সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন-মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিতে গিয়ে জখম মেটাকর্তা জুকেরবার্গ, হল অস্ত্রোপচারও

বাংলাদেশের বিরুদ্ধেই ৪৮তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন। একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৪৯তম সেঞ্চুরির বিশ্বরেকর্ড স্পর্শ করতে বিরাটের প্রয়োজন আর মাত্র একটি তিন অঙ্কের রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ভক্তদের আশা, রবিবার জন্মদিনেই ইডেনে শচীনকে ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। শুক্রবার কয়েকজন ভক্ত বিরাটের মুখের আদলে তৈরি মাস্ক পড়ে বিরাটের অনুশীলন দেখতে এসেছিলেন। তাঁদের কয়েকজন বললেন, ম্যাচ দেখতেও বিরাট-মাস্ক পড়ে আসবেন।

আরও পড়ুন-যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে গাজার অ্যাম্বুল্যান্সে হামলা ইজরায়েলের

শুক্রবার সন্ধ্যায় ইডেনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামে ভারতীয় দল। বিরাট, রোহিত শর্মারা মহড়ায় নামার আগেই দুপুরে ইডেনে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কক, হেনরি ক্লাসেনরা বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। দুরন্ত ছন্দে থাকা ভারতীয় পেস আক্রমণ সামলানোর মহড়া নেটে সেরে রাখলেন ক্লাসেনরা। ভারতীয় দলের অনুশীলনে খোশমেজাজে দেখা গেল বিরাটদের। ফুটবল খেললেন আবার সতীর্থদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা গেল কিং কোহলিকে।

আরও পড়ুন-রাজ্যে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে ভােটার তালিকা সংশোধনের কাজ

হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা হলেও মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের বল হাতে আগুনে ফর্ম রোহিতদের খুব একটা উদ্বেগে রাখছে না। শামি আবার রবিবার ঘরের মাঠে নামছেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সূত্রে ইডেনের বাইশ গজকে হাতের তালুর মতো চেনেন তারকা পেসার। ফলে তিন ম্যাচে ১৪ উইকেট নেওয়া শামির দিকেও নজর থাকবে শহরের ক্রিকেটপ্রেমীদের।
শনিবার বিরাটরা ইডেনে প্রস্তুতিতে নামার আগেই মাঠে হাজির হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই বস তাঁর ঘরের মাঠের উইকেট দেখে খুশি। আশা করছেন উপভোগ্য একটা ম্যাচ হবে।

Latest article