মোহনবাগানে ফিরলেন মার্টিন্স

শেষ ম্যাচে সুযোগ তৈরি করলেও গোল আসেনি। এক পয়েন্ট নিয়েই চেন্নাই থেকে ফিরতে হয়েছিল। দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় চিন্তায় রয়েছেন ফেরান্দো।

Must read

প্রতিবেদন : জাতীয় দলের অন্যতম সেরা মিডিও গ্লেন পিটার মার্টিন্সকে সাড়ে তিন বছরের চুক্তিতে দলে নিল মোহনবাগান। দু’বছর আগে সবুজ-মেরুন জার্সিতে কলকাতায় খেলে গিয়েছিলেন গ্লেন। এরপর এফসি গোয়ায় চলে গিয়েছিলেন। সেখান থেকেই ফের বাগানে সই করলেন তিনি। মঙ্গলবার থেকেই অনুশীলন নামছেন গ্লেন। আগামী শনিবার জুয়ান ফেরান্দোর দলের গুরুত্বপূর্ণ ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে। তার প্রস্তুতি মঙ্গলবার থেকেই শুরু করছেন দিমিত্রি পেত্রাতোস, প্রীতম কোটালরা। প্রতিদিন ক্লোজ ডোর অনুশীলন হবে। গোয়ার হয়ে আইএসএলে নিয়মিত খেলা গ্লেন যোগ দেওয়াতে সবুজ-মেরুনের মাঝমাঠের শক্তি বাড়বে। এই গোয়ার মিডিও যোগ দেওয়ার দিনেই ছেড়ে দেওয়া হয়েছে লেনি রডরিগেজকে।

আরও পড়ুন-লালফৌজকে টক্কর দিতে নয়া সাবমেরিন

চেন্নাইয়িনের বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র করার পরে কিছুটা হলেও চাপে সবুজ-মেরুন। তাই ওড়িশা ও বেঙ্গালুরুর বিরুদ্ধে হোম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ বাগানের। কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছিলেন, হোম ম্যাচ জেতার জন্য তার দল সেরাটা উজাড় করে দেবে। ওড়িশার বিরুদ্ধে গ্লেনের খেলার সম্ভাবনা কম। কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে হয়ত খেলতে দেখা যাবে এই মিডফিল্ডারটিকে।

আরও পড়ুন-গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে রায় হাইকোর্টের

শেষ ম্যাচে সুযোগ তৈরি করলেও গোল আসেনি। এক পয়েন্ট নিয়েই চেন্নাই থেকে ফিরতে হয়েছিল। দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় চিন্তায় রয়েছেন ফেরান্দো। বাগান-সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশার জন্যও চিন্তিত তিনি। তাই ব্যর্থতা কাটিয়ে দ্রুত জয়ে ফিরতে চাইছে সবুজ-মেরুন।

Latest article