বঙ্গ

নন্দীগ্রামকে ধন্যবাদ জানিয়ে গণমিছিল

* আজ, রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
* সোমবার ওসির মাধ্যমে জেলার এসপিকে স্মারকলিপি
* মঙ্গলবার নন্দীগ্রাম-২ ব্লকের মানুষকে ধন্যবাদ জানিয়ে সভা। বক্তা সৌমেন মহাপাত্র, জয়প্রকাশ মজুমদার

আরও পড়ুন-এখনও কেন ঔপনিবেশিক পোশাক?

প্রতিবেদন : নন্দীগ্রাম ২-এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে ১২-০ ফলাফলে তৃণমূলের বিপুল জয়। সেই জয়ের জন্য শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে বিরাট মিছিল করল নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস। যাবতীয় কুৎসাকে উড়িয়ে মানুষ যে তৃণমূলের পাশেই আছে তা এদিন আরও একবার প্রমাণিত হল। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মিছিল থেকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানালেন নন্দীগ্রাম ২-কে। নন্দীগ্রামের মানুষ এই নির্বাচনে এককাট্টা হয়ে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। বিজেপির কুৎসার রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির সামনে দাঁড়িয়ে তাঁরা লড়াই করেছেন। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন তৃণমূল কর্মী। আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-দিনের কবিতা

সেখানে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কুণাল। ওই অবস্থাতেও কর্মীরা এককাট্টা মনোভাব ধরে রেখেছেন। এক কর্মী বিছানায় শুয়ে কুণালকে বলেন, অপেক্ষায় আছি কবে ছাড়া পাব। ছাড়া পেলেই আবার তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়ব। কুণাল বলেন, বহিরাগতদের এনে সমবায়ের ভোটে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এককাট্টা কর্মীরা তারপরও দুরন্ত লড়াই করেছেন। এরপর তমলুক জেলা তৃণমূল দফতরে জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন কুণাল ঘোষ। এছাড়াও বৈঠকে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ২-এর সভাপতি অরুণাভ ভুঁইয়া।

আরও পড়ুন-বর্ণময় উদ্বােধন হল নৈহাটি উৎসবের

সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের তরফে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কুণাল। রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর সোমবার থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপারকে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হবে। তারপর মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভেটুরিয়ায় নন্দীগ্রাম ২-এর মানুষকে ধন্যবাদজ্ঞাপক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিকেল তিনটের এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জয়প্রকাশ মজুমদার ও সৌমেন মহাপাত্র।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

2 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

27 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago