এখনও কেন ঔপনিবেশিক পোশাক?

সমাবর্তনকে কেন্দ্র করে এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু এই প্রথম কোনও রাজ্যপাল এই প্রথা পরিবর্তনের পক্ষে এই ভাষায় সওয়াল করলেন।

Must read

প্রতিবেদন : ড্রেস কোড থেকে সবকিছুই ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রতীক। এই ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার বদলে আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কীভাবে আরও বেশি করে তুলে ধরা যায় তা নিয়ে ভাবতে হবে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মঞ্চ থেকে পড়ুয়াদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে গায়ে দেওয়া গাউন ধরে এই কথাই বলছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

আরও পড়ুন-দিনের কবিতা

সমাবর্তনকে কেন্দ্র করে এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু এই প্রথম কোনও রাজ্যপাল এই প্রথা পরিবর্তনের পক্ষে এই ভাষায় সওয়াল করলেন। স্বাধীনতার ৭৫ বছরে পেরিয়ে এই প্রথা নিয়ে প্রশ্ন ওঠায় আমজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগে এদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে যান আচার্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ক্যাম্পাসে ঢোকার পরই তাঁর গাড়ির সামনে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় একদল পড়ুয়া। অনুষ্ঠান শেষে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে প্রায় মিনিট দশেক কথাও বলেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে তিনি আলোচনা করে দেখবেন বলে আশ্বাস দেন পড়ুয়াদের। তাঁর সঙ্গে কথা বলে খুশি পড়ুয়ারা রাজ্যপালকে এর জন্য ধন্যবাদও জানান।

Latest article