নন্দীগ্রামকে ধন্যবাদ জানিয়ে গণমিছিল

আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Must read

* আজ, রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
* সোমবার ওসির মাধ্যমে জেলার এসপিকে স্মারকলিপি
* মঙ্গলবার নন্দীগ্রাম-২ ব্লকের মানুষকে ধন্যবাদ জানিয়ে সভা। বক্তা সৌমেন মহাপাত্র, জয়প্রকাশ মজুমদার

আরও পড়ুন-এখনও কেন ঔপনিবেশিক পোশাক?

প্রতিবেদন : নন্দীগ্রাম ২-এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে ১২-০ ফলাফলে তৃণমূলের বিপুল জয়। সেই জয়ের জন্য শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে বিরাট মিছিল করল নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস। যাবতীয় কুৎসাকে উড়িয়ে মানুষ যে তৃণমূলের পাশেই আছে তা এদিন আরও একবার প্রমাণিত হল। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মিছিল থেকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানালেন নন্দীগ্রাম ২-কে। নন্দীগ্রামের মানুষ এই নির্বাচনে এককাট্টা হয়ে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। বিজেপির কুৎসার রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির সামনে দাঁড়িয়ে তাঁরা লড়াই করেছেন। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন তৃণমূল কর্মী। আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-দিনের কবিতা

সেখানে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কুণাল। ওই অবস্থাতেও কর্মীরা এককাট্টা মনোভাব ধরে রেখেছেন। এক কর্মী বিছানায় শুয়ে কুণালকে বলেন, অপেক্ষায় আছি কবে ছাড়া পাব। ছাড়া পেলেই আবার তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়ব। কুণাল বলেন, বহিরাগতদের এনে সমবায়ের ভোটে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এককাট্টা কর্মীরা তারপরও দুরন্ত লড়াই করেছেন। এরপর তমলুক জেলা তৃণমূল দফতরে জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন কুণাল ঘোষ। এছাড়াও বৈঠকে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ২-এর সভাপতি অরুণাভ ভুঁইয়া।

আরও পড়ুন-বর্ণময় উদ্বােধন হল নৈহাটি উৎসবের

সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের তরফে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কুণাল। রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর সোমবার থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপারকে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হবে। তারপর মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভেটুরিয়ায় নন্দীগ্রাম ২-এর মানুষকে ধন্যবাদজ্ঞাপক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিকেল তিনটের এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জয়প্রকাশ মজুমদার ও সৌমেন মহাপাত্র।

Latest article