স্বাস্থ্যসাথী নিয়ে আজ জরুরি বৈঠক নবান্নে

স্বাস্থ্যসাথী প্রকল্পকে আরও কার্যকর করার ব্যাপারে আলোচনার পাশাপাশি রোগী রেফার, ডেঙ্গু দমনের বিষয়গুলি উঠে আসতে পারে।

Must read

প্রতিবেদন : স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ যেন রাজ্যের সব মানুষ পায় সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। পাশাপাশি ওই প্রকল্পের আওতায় যাতে যথাসম্ভব রাজ্যের হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা করান সে ব্যাপারেও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিজেপি-সিপিএম চায় বাংলাকে অশান্ত করতে

এই বিষয়টি দেখাশোনার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি। তার দিনতিনেক পরেই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশগুলিকে বাস্তবে রূপায়িত করতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। শনিবার নবান্নে প্রস্তাবিত ওই বৈঠকে স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের পাশাপাশি প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ভার্চুয়ালি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পকে আরও কার্যকর করার ব্যাপারে আলোচনার পাশাপাশি রোগী রেফার, ডেঙ্গু দমনের বিষয়গুলি উঠে আসতে পারে।

Latest article