মায়ামি, ২৫ জুলাই : নতুন ক্লাবে দায়িত্ব বাড়ছে লিওনেল মেসির। ২০২৩-২৪ মরশুমে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে মেসির হাতে। জানালেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো।
আরও পড়ুন-বৃষ্টিই জিতে গেল : রোহিত
মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মায়ামির জার্সিতে অভিষেক ঘটেছিল মেসির। সেদিন ৫৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মেসি যখন মাঠে নামছেন, তখন তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল। বুধবার ফের মাঠে নামছে মায়ামি। এবার প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড। আর এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন মেসি। পাশাপাশি দলকে নেতৃত্বও দেবেন। মার্টিনোর বক্তব্য, ‘‘প্রথম দিনেই মেসি দলকে নেতৃত্ব দিয়েছে। এই মরশুমে ও-ই অধিনায়ক। আটলান্টার বিরুদ্ধে সম্ভবত ও শুরু থেকেই মাঠে নামবে। তবে পুরো ম্যাচ খেলবে কি না, সেটা নির্ভর করছে ওর উপরে।’’
আরও পড়ুন-অতিবৃষ্টির প্রভাব, উত্তর ভারতে বাড়তে পারে দুধের দাম
গত মরশুমে ইন্টার মায়ামির অধিনায়ক ছিলেন ব্রাজিলীয় মিডফিল্ডার গ্রেগোর। কিন্তু চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে। অভিষেক ম্যাচেই ফ্রি-কিকে অসাধারণ গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। মার্টিনো বলছেন, ‘‘মেসি সর্বকালের সেরা। ওর কাছে এমন গোল স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাকিদের কাছে নয়।’’ সেই গোল ছিল মেসির কেরিয়ারের ৮০৮ নম্বর গোল। আর আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে এক অভিনব পন্থা নিয়েছে একটি সংস্থা। এই সংস্থার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ৮০৮টি ছাগল একসঙ্গে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে উপর থেকে দেখলে মেসির মুখ বলে মনে হয়। প্রসঙ্গত, মেসিকে ‘গ্রেটেস্ট অফ অলটাইম’ বা সংক্ষেপে ‘গোট’ হিসেবে চিহ্নিত করতেই এই অভিনব পন্থা।