কাকভোরে ঢাক পিটিয়ে দোহায় মেসি-বরণ

ওই কাকভোরেও মেসিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাঁচশোরও বেশি আর্জেন্টিনা সমর্থক। যাঁদের বেশিরভাগটাই আবার ভারতীয়!

Must read

দোহা, ১৭ নভেম্বর : সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে কাতারের মাটিতে পা রাখল আর্জেন্টিনা ফুটবল দল। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটের সময় দোহা বিমানবন্দরে পা রাখেন লিওনেল মেসিরা। ওই কাকভোরেও মেসিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাঁচশোরও বেশি আর্জেন্টিনা সমর্থক। যাঁদের বেশিরভাগটাই আবার ভারতীয়! রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় নায়কদের বরণ করেন তাঁরা। স্বাভাবিকভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি।

আরও পড়ুন-রাজ্যের দাবি মেনে মাথা নত কেন্দ্রের, গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ হল টাকা

কাতারে বসবাসকারী মেসি-ভক্তরা গত জুন মাসে ‘আর্জেন্টিনা ফ্যানস কাতার’ নামে একটি গ্রুপ তৈরি করেছেন। এই ফ্যান ক্লাবের সদস্য হওয়ার জন্য আর্জেন্টিনার নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়। বিশ্বের যে কোনও দেশের নাগরিক এই ক্লাবের সদস্য হতে পারেন। শর্ত একটাই, তাঁকে আর্জেন্টিনার সমর্থক হতে হবে। আর এই ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে একটা বড় ভারতীয়। এছাড়া বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন। সব মিলিয়ে সদস্য সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এই ফ্যান ক্লাবের অনেক সদস্যই এদিন বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন। ছিলেন আর্জেন্টিনার বেশ কিছু নাগরিকও। এঁরা বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই কাতারে পৌঁছে গিয়েছেন বিশ্বকাপে দেশের খেলা উপভোগ করার জন্য। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি মেসিরাও। টিম বাসে ওঠার সময় হাসি মুখে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা গেল মেসি-সহ অনেক আর্জেন্টাইন ফুটবলারকে।

আরও পড়ুন-এবার থেকে সব বিএড উত্তীর্ণরাই প্রাথমিকের টেটে বসতে পারবেন,জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিকে, প্রস্তুতি ম্যাচে সহজ জয়ের পরেও লেফট ব্যাক মার্কোস আকুনিয়া ও স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেসের ফিটনেস নিয়ে চিন্তায় রয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বুধবার রাতের ম্যাচে আকুনিয়াকে প্রথম ৪৫ মিনিট খেলিয়েছিলেন স্কালোনি। কিন্তু তাঁকে দেখে পুরোপুরি ফিট বলে মনে হয়নি। অন্যদিকে, গঞ্জালেসকে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখা হয়। এছাড়া চোট রয়েছে পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজেরও। এই তিন ফুটবলারকে প্রস্তুতি ম্যাচের ১৮ জনের দলেই রাখেননি স্কালোনি।

আরও পড়ুন-ধর্মগুরুর ৮ হাজার ৬৫৮ বছরের জেল!

মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে চোট বা অসুস্থতাজনিত কারণে স্কোয়াডে পরিবর্তন করা যাবে। শেষ পর্যন্ত স্কালোনি কী করেন, সেটাই দেখার।

Latest article