বার্সেলোনায় খেলেই মেসি অবসর নেবে, দাবি আগুয়েরোর

Must read

বুয়েনোস আইরেস: পিএসজি না বার্সেলোনা। নতুন মরশুমে কোন ক্লাবের হয়ে মাঠে নামবেন লিওনেল মেসি (Lionel Messi)? ফুটবল মহলে চলছে জোর চর্চা। প্রাক্তন আর্জেন্টাইন স্ট্রাইকার সের্জিও আগুয়েরোর দাবি, পুরনো তিক্ততা ভুলে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি (Lionel Messi)। তবে তাঁকে ভাবাচ্ছে পারিশ্রমিকের অর্থ! পিএসজিতে আকাশছোঁয়া অর্থ পাচ্ছেন। তবে বার্সায় ফিরলে মেসিকে অনেকটাই কম অর্থে খেলতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, শর্তসাপেক্ষে কম পারিশ্রমিকেও ক্যাম্প ন্যু-তে ফিরতে রাজি মেসি। সেক্ষেত্রে তাঁকে ক্লাবের লাভের একটা বড় অংশ দিতে হবে। এই প্রসঙ্গে আগুয়েরোর বক্তব্য, ‘‘লিওর বার্সেলোনায় ফেরার জোরালো সম্ভাবনা আছে। ব্যাপারটা এই মুহূর্তে ফিফটি-ফিফটি।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘আমার ধারণা, লিও বার্সেলোনা থেকেই ফুটবলকে বিদায় জানাবে। কারণ বার্সা ওর কাছে নিজের বাড়ির মতো। ওখান থেকে অবসর নিলেই ওর জন্য সবথেকে ভাল হবে। আমার ধারণা, পঞ্চাশ শতাংশ হলেও ওর বার্সায় ফেরার সম্ভাবনা রয়েছে। যদি না পারিশ্রমিকের ফারাক বিশাল বড় হয়ে না দাঁড়ায়।’’

আরও পড়ুন: নীতু-সুইটির জোড়া সোনা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Latest article