কল্যাণীতে আজ মিনি ডার্বি, সতর্ক মোহনবাগান

তাদের শর্ত আইএফএ মেনে নেওয়ায় আজ বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি খেলতে রাজি হয়েছে মহামেডান স্পোর্টিং

Must read

প্রতিবেদন : তাদের শর্ত আইএফএ মেনে নেওয়ায় আজ বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি খেলতে রাজি হয়েছে মহামেডান স্পোর্টিং। মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচ। সুপার সিক্সে উঠতে হলে সবুজ-মেরুনের কাছে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। তবে মহামেডান ২৮ পয়েন্ট নিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে। কিন্তু আইএফএ সুপার সিক্সের সূচি না জানানোয় মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে রাজি হচ্ছিল না মহামেডান। তারা চূড়ান্ত সময়সীমা দিয়েছিল বুধবার সন্ধে ৭টা পর্যন্ত। তার মধ্যেই আইএফএ মহামেডানের সুপার সিক্সের খেলাগুলির সূচি জানিয়ে দেওয়ায় ডার্বি খেলার ব্যাপারে সম্মতি দেয় ক্লাব।

আরও পড়ুন-ভরসা প্রণয়, সিন্ধুতেই কোচিংয়ে নয় : সাইনা

তবে মোহনবাগান এই ম্যাচ নিয়ে একটু সমস্যায়। সুপার সিক্স নিশ্চিত করতে মোহনবাগানের দরকার মাত্র এক পয়েন্ট। এই ম্যাচের পর ডেভিড লালহানসাঙ্গাদের আরও একটা খেলা রয়েছে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে। কিন্তু ডেভেলপমেন্ট টিমের তরুণ ফুটবলারদের নিয়েই আজ মহামেডানের বিরুদ্ধে বড় ম্যাচ খেলবে মোহনবাগান। কোচ বাস্তব রায় বলছেন, ‘‘কঠিন ম্যাচ। সিনিয়র দলের কাউকে পাব কি না জানি না। কিয়ান নাসিরিকেও পাব কি না জানি না। আমনের কার্ড সমস্যা। জুনিয়রদের নিয়েই তিন পয়েন্টের লক্ষ্যে খেলব।’’ সূত্রের খবর, চোট-আঘাতের এড়াতেই মহামেডানের বিরুদ্ধে সিনিয়র দলের কোনও ফুটবলারকে খেলাতে চায় না মোহনবাগান।

Latest article