দিঘা সমুদ্রে মিনি টর্নেডো

Must read

সংবাদদাতা, দিঘা : বঙ্গোপসাগরে মিনি টর্নেডো (Mini Tornedo)। সমুদ্রের সেই দৃশ্য দেখে রীতিমতো হুড়োহুড়ি পর্যটন কেন্দ্র দিঘায়। রবিবার সকাল তখন প্রায় দশটা। সপ্তাহ শেষের ছুটিতে সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। অনেকেই সমুদ্রস্নানে নেমে পড়েছিলেন। দিঘায় এদিন পর্যটকদের ভিড়ও ছিল অন্যদিনের তুলনায় বেশি। হঠাৎ সমুদ্রে ঘূর্ণি (Mini Tornedo) দেখতে পান পর্যটকরা। সমুদ্রের মাঝে কুণ্ডলী পাকিয়ে যেন কালচে ধোঁয়ার ঝড় জল থেকে আকাশে মিশে যাচ্ছে। জলের ঝড়ের কুণ্ডলী সরু বিনুনির মতো হলেও আকাশের দিকে তা বিশাল কালো দৈত্যের মতো আকার নিয়েছে। সৈকতের পর্যটকরা অনেকেই প্রথমে ভয় পেয়ে যান। স্নানরতরা তাড়াহুড়ো করে জল থেকে উঠে আসেন। অতি সাবধান কেউ কেউ তড়িঘড়ি হোটেলে ফিরে যান। উল্টোদিকে এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে অত্যুৎসাহী পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও ওই ঘূর্ণি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার হলেও, বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: আমলা তৈরির লক্ষ্যে বিনামূল্যে কোচিং বিডিও-র

Latest article