কঠোর নেতৃত্ব, সাসপেন্ড নেতা

Must read

সংবাদদাতা, কাটোয়া : শৃঙ্খলার প্রশ্নে তৃণমূল কংগ্রেস যে কতখানি কঠোর, ফের তার প্রমাণ মিলল। শীর্ষ নেতৃত্ব এখনও পূর্ব বর্ধমানের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করেনি, তার আগেই বর্ধমান ২ নং ব্লক কৃষক ও খেতমজুর সংগঠনের সভাপতি তথা বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ মহসিন সাংবাদিক সম্মেলন করে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের মনোনীত ব্যক্তিই ব্লক সভাপতি হবেন বলে ঘোষণা করে দেন। এটা ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল’ আখ্যা দিয়ে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chatterjee) জানান, ‘‘দলের অনুমোদন ছাড়াই সাংবাদিক সম্মেলন করে বক্তব্য পেশের জন্য মহম্মদ মহসিনকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।’’ রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার তিন বিধানসভা কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রামের সাংগঠনিক দায়িত্ব পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে (Rabindranath Chatterjee) দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েই কেতুগ্রামের ১৬টি পঞ্চায়েতের পদাধিকারীকে নিয়ে বৈঠক করলেন রবীন্দ্রনাথ। বিধায়ক শেখ শাহনেওয়াজের ডাকা বৈঠকে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল প্রমুখ। বৈঠকে রবীন্দ্রনাথ জানিয়ে দেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক হিসেবে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব আমরা।’’ মন্ত্রী চন্দ্রনাথ বলেন, ‘‘পূর্ব বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে আমরাও থাকব।’’

আরও পড়ুন: আমলা তৈরির লক্ষ্যে বিনামূল্যে কোচিং বিডিও-র

Latest article