কেন্দ্রের নিরিখে সেরা তিন থানার মধ্যে স্থান পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

বাংলার মুকুটে নয়া পালক। শ্রীরামপুর থানা ((Serampore Police Station)) (চন্দননগর পুলিশ কমিশনারেট) ২০২৩ সালে সমগ্র দেশের সেরা ৩টি থানার মধ্যে একটি হিসাবে নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন-কুস্তি ছাড়লেন সাক্ষী

এবার দেশের তিনটি সেরা থানার মধ্যে হুগলি জেলার শ্রীরামপুর থানা স্থান পেল। কেন্দ্রীয় সরকারের নিরিখে দেশের তৃতীয় সেরা থানা হিসেবে শ্রীরামপুর থানা নিজের জায়গা করে নিল। আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের তরফে রাজ্যের হাতে এই পুরস্কার খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশকে এই মর্মে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নববর্ষের উপহার, সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ আমি এটা ঘোষণা করতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার আমাদের শ্রীরামপুর থানাকে (চন্দননগর পুলিশ কমিশনারেট) ২০২৩ সালে দেশের সেরা তিন থানার মধ্যে অন্যতম বলে গণ্য করেছে। ২০২৪ সালের ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এসে আমাদের অফিসারের হাতে পুরস্কার তুলে দেবেন। জাতীয় স্তরে এমন এক কৃতিত্ব অর্জনের জন্য আমাদের পুলিশ সংগঠনকে অভিনন্দন। জয় বাংলা।’

 

Latest article