কুস্তি ছাড়লেন সাক্ষী

বৃহস্পতিবার ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনের ১৫টি পদের মধ্যে ১৩টি পদে জিতেছে সঞ্জয়ের নেতৃত্বাধীন প্যানেল।

Must read

বৃহস্পতিবার ভারতের কুস্তি ফেডারেশনের (রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া) (wrestling federation of India) সভাপতির পদে নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিংয়ের অনুগামী সঞ্জয় সিং জয় পেলেন। আর ঠিক তারপরেই রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক সিদ্ধান্ত নেন তিনি কুস্তি ছাড়বেন।। বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন সাক্ষীরা।

আরও পড়ুন-নববর্ষের উপহার, সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে গভীর শোক প্রকাশ করে সাক্ষী বলেন, ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে হৃদয় দিয়ে লড়াই করেছিলাম। কিন্তু ব্রিজভূষণের মতো লোক, ব্যবসায় তাঁর সহযোগী এবং তাঁর ঘনিষ্ঠ একজন যদি ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি হন, তাহলে আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।’ এদিন কমনওয়েলথ গেমসের সোনাজয়ী বলেন, ‘আমরা একজন মহিলা সভাপতি চাইছিলাম। কিন্তু সেটা হয়নি।’

আরও পড়ুন-হানাদারদের হামলা, দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় সিআইএসএফ

বৃহস্পতিবার ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনের ১৫টি পদের মধ্যে ১৩টি পদে জিতেছে সঞ্জয়ের নেতৃত্বাধীন প্যানেল। সভাপতি পদে জিতেছেন সঞ্জয়। ৪৭টি ভোটের মধ্যে ৪০টি ভোট পান। কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অনিতা শিওরানকে হারিয়ে দেন। যদিও সাক্ষী, বজরং পুনিয়ারা তাকে সমর্থন করেছিলেন। ভারতের কুস্তিগির ফেডারেশনের নির্বাচনে ব্রিজভূষণ বা তাঁর কোনও ঘনিষ্ঠ কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সাক্ষীরা এই বিষয়ে একাধিকবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে আর্জি জানিয়েছেন। বিজেপি সাংসদের ছেলে প্রতীক বা জামাই বিশাল সিং এই লড়াইয়ে নামেননি। কিন্তু লাভ কিছুই হল না। ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় নির্বাচনে লড়াই করেন। এবং জিতেও যান।

আরও পড়ুন-সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে দিল্লির বুকে মিছিল ‘ইন্ডিয়া’র, কালই যন্তরমন্তরে ধর্না বিরোধীদের

সাক্ষী কুস্তি ছেড়ে দেবেন বললেও বজরং এবং ভিনেশ ফোগত তেমন কোন সিদ্ধান্ত প্রকাশ্যে আনেনি। নির্বাচনের ফলাফল সামনে আসার পরে সাংবাদিক বৈঠকে এদিন ভিনেশ ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘আগামিদিনের মহিলা কুস্তিগিররাও হেনস্থার মুখে পড়বেন।’

Latest article