অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ, বৃহস্পতিবার অ্যালেন পার্কের (Allen Park) অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার (Zoo) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ, বৃহস্পতিবার অ্যালেন পার্কের (Allen Park) অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার (Zoo) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিনের (Christmas) আগে রাজ্যে আরও একটি চিড়িয়াখানা চালু হল। হাওড়ার গড়চুমুকে এই চিড়িয়াখানার উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী এদিন জানান, “এর ফলে রাজ্যে চিড়িয়াখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি।” আগামী বৃহস্পতিবার থেকে গড়চুমুক মিনি জু খুলছে জনগণের জন্য। প্রায় দু’বছর ধরে সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল এই চিড়িয়াখানা। মিনি জু’কে মিডিয়াম জু’তে পরিণত করা হয়েছে। হাওড়ার এই পর্যটন কেন্দ্র শ্যামপুরের এই গড়চুমুক মিনি জু’তে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে। শুধু তাই নয়, পশু পাখিদের ভালোভাবে রাখতে বন বিভাগ বিশেষ উদ্যোগ নিল। গড়চুমুক মিনি জু’র পশু পাখিদের এখন থেকে যে কেউ দত্তক নিতে পারবেন।

আরও পড়ুন-কেন্দ্রের নিরিখে সেরা তিন থানার মধ্যে স্থান পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

এদিন বড়দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল।’ ইতিমধ্যেই সেখানে কুমির, অজগর, কাঁকর হরিণ, বাঘরোল, ইগুয়ানা, বার্কিং বিয়ার, ও আরো অনেক প্রজাতির বন্যপ্রাণী নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন-কুস্তি ছাড়লেন সাক্ষী

এদিন অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে তিনি আরও বলেন, ‘বড়দিনের উৎসব উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

আরও পড়ুন-নববর্ষের উপহার, সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের তরফে হাওড়ার দিকের অংশটি একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া হয়েছে। শীতকাল মানেই পিকনিকের মরশুম। আর এই আবহে চিড়িয়াখানা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় আরো অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Latest article