প্রতিবেদন : বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্ব ডাহা ফেল। লোডশেডিং অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের দিয়ে যে বাংলায় বিজেপি খুব একটা এগোতে পারবে না তা বুঝেই দিল্লির বিজেপি নেতারা সুপার ফ্লপ মাষ্টার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) আবার বাংলায় নামালো৷ যদিও মিঠুন ২০২১ এ অনেক লম্ফঝম্প করলেও বিজেপির তাতে লাভ হয়নি। সেই অর্থে ফেলের খাতার প্রথম দিকেই তাঁর নাম থাকবে। তবুও অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম ভাঙিয়ে যদি কিছু করা যায় সেই আশাতেই বৃদ্ধ মিঠুনকে মাঠে নামানো হল। যার জন্য একে অপরকে কীভাবে কোণঠাসা করা যায় তার ফন্দি- ফিকিরেই দিন চলে যায়৷ তাই এবার নতুন নাটকের জন্য আমদানি করা হল মুম্বই নিবাসী বৃদ্ধ মিঠুনকে। মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বিজেপি এভাবে আবারও বাংলার মাটিতে দ্বিতীয়বার লঞ্চ করানোয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Spokesperson Kunal Ghosh) বলেন, উনি একবছর কোথায় ছিলেন? ৩ থেকে ৭৭ হয়েছে এটা বলতে একবছর লাগল? উনি গোখরো নয় জলঢোরা। এর আগেও তো ওকে মাঠে নামিয়েছিল বিজেপি। ভরাডুবি হয়েছে একেবারে। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, ও হারে আর তাড়া খায়। ছবি চলছিল না বলে বম্বে থেকে পালিয়ে উটি চলে গিয়েছিলেন। কলকাতও ছেড়েছিলেন, হেরে গিয়ে। এখন আবার নতুন নাটক শুরু হয়েছে।
আরও পড়ুন: অভিযুক্তের জামিন খারিজ