শিক্ষাক্ষেত্রে পথ দেখাচ্ছে ‘মডেল মাদ্রাসা’

রাজ্য সরকারের অধীনস্থ ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় এমন উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নজর কেড়েছে গোটা মালদহ জেলা জুড়ে।

Must read

মানস দাস, মালদহ : উন্নয়নের দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদহে গড়ে উঠেছে ইংরেজিমাধ্যম মাদ্রাসা । যা শিক্ষাক্ষেত্রের মডেল । ৭০০ জন পড়ুয়া আধুনিক পরিকাঠামোয় করছে পঠন-পাঠন। বর্তমানে কোভিডের কারণে চলছে অনলাইন ক্লাস। যাত্রা শুরু হয়েছিল ১২০ জন ছাত্র-ছাত্রী নিয়ে, এবার তাদের ছাত্র-ছাত্রী সংখ্যা পৌঁছেছে ৭০০-তে।

আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নজির গড়ল মুর্শিদাবাদ, ৩ মাসেই উপকৃত ৫০০

পুরো লেখাপড়াটাই চলছে অনলাইনের মাধ্যমে। রেলমন্ত্রী থাকাকালীন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে মালদহ জেলায় তৈরি হবে ইংরেজিমাধ্যম মডেল মাদ্রাসা। কথা রেখেছেন তিনি পরিবর্তনের সরকার ক্ষমতায় এসে ২০১৪ সালে ১১ কোটি টাকা ব্যায়ে ইংরেজ বাজারের চন্দন পার্কে তৈরি হয় এই স্কুল। যা আজ শিক্ষা ক্ষেত্রে অন্যন্য নজির সৃষ্টি করেছে।বর্তমানে স্কুলে রয়েছেন ১৭ জন শিক্ষক-শিক্ষিকা। কোভিড শুরুর পর ২০২০ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন। শুধু পঠন-পাঠন নই।

আরও পড়ুন-সুপার স্পেশালিটি পাবে শান্তিপুর

ইউনিট অনুযায়ি অনলাইনের মাধ্যমেই নেওয়া হচ্ছে পরীক্ষাও। রাজ্য সরকারের অধীনস্থ ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় এমন উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নজর কেড়েছে গোটা মালদহ জেলা জুড়ে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের পড়ুয়ারা নয়, এখানে সব পড়ুয়ারাই পড়তে পারে। প্রধান শিক্ষক আফরুজ্জামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন তাঁর উদ্যোগে মালদহ পেয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ছাত্র-ছাত্রীদের পরিশ্রমে আজ এই প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। এখানে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের পাট দেওয়া হয় । যাতে তারা সমাজে মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে।

Latest article