কর্মসংস্থানে ব্যর্থ মোদি সরকার, স্বীকার অর্থমন্ত্রকের প্রাক্তন মন্ত্রীর

বিজেপি সাংসদ বলেছেন, ভারতে যে হারে কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন ছিল তা করতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

Must read

প্রতিবেদন : দেশে প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর নয় বছরের শাসনে কত চাকরি হয়েছে সেটা বুক বাজিয়ে বলার মতো ক্ষমতা মোদির নেই। কর্মসংস্থান তো দূরের কথা, বরং মোদির শাসনে দেশে বহু মানুষ কাজ হারিয়েছেন। নতুন প্রজন্ম কাজ না পেয়ে হতাশায় ভুগছেন। এবার এই বাস্তব সত্যটাই স্বীকার করে নিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।

আরও পড়ুন-মোদি-শাহকে খুশি করতে ক্রিকেট বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ খেলা গুজরাতে, বোর্ড সভাপতি জয় শাহ’র প্রভাব

বিজেপি সাংসদ বলেছেন, ভারতে যে হারে কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন ছিল তা করতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দেশে যাতে অবিলম্বে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। মুম্বইয়ে বণিকসভা আইএমসি চেম্বার অফ কমার্সের যুব সম্মেলনে ভাষণ দিতে গিয়ে হাজারিবাগের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গুণমান সম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের জন্য আমাদের অতিদ্রুত উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বর্তমানে যে হারে কর্মসংস্থান হচ্ছে তা মোটেই যথেষ্ট নয়।

Latest article