প্রতিবেদন : প্রায় রোজই বাড়ছে জ্বালানি তেলের দাম। রান্নার গ্যাসের দামও বেড়েছে। একসঙ্গে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে মোদি সরকার। দেশের মানুষ দুর্দশায় থাকলে কী হবে, মোদির নিজের দল কোটি কোটি টাকা তহবিলে সংগ্রহ করে ফুলেফেঁপে কলাগাছ। দেখা যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছ থেকে নেওয়া কর্পোরেট অনুদানে দেশের সব রাজনৈতিক দলকে বহু পিছনে ফেলে এক নম্বরে বিজেপি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের পেশ করা সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল কর্পোরেটদের কাছ থেকে অনুদান বা চাঁদা হিসেবে ৯২১.৯৫ কোটি টাকা পেয়েছে। যার মধ্যে শুধু বিজেপির তহবিলেই জমা পড়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। অর্থাৎ মোট সংগৃহীত অর্থের ৭৮ শতাংশ পেয়েছে গেরুয়া দল।
আরও পড়ুন-ম্যান ইউ প্রাক্তনের তোপ বর্তমানের দিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ রোনাল্ডো, দাবি রুনির
নির্বাচনী রাজনীতিতে স্বচ্ছতা আনতে কাজ করে থাকে এডিআর। সংস্থার সাম্প্রতিক পেশ করা রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে রাজনৈতিক দলগুলি কর্পোরেটদের কাছ থেকে চাঁদা হিসেবে যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল ২০১৮-১৯ সালে সেই চাঁদার অঙ্ক অনেকটাই বেড়েছে। এই বৃদ্ধির হার প্রায় ১০৯ শতাংশ। উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলিকে কর্পোরেট সংস্থার কাছ থেকে সংগ্রহীত অর্থের পরিমাণ জানাতে হয়। কমিশনের কাছে রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্টটি তৈরি করেছে এডিআর। মূলত কংগ্রেস, বিজেপি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি, সিপিএমের প্রাপ্ত চাঁদার পরিসংখ্যানই পেশ করেছে এডিআর।
আরও পড়ুন-এবার সব দফতরে হাজিরা ১০০%
সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপিকে চাঁদা দিয়ে সাহায্য করেছেন ২০২৫ জন কর্পোরেট দাতা। এই সমস্ত কর্পোরেট সংস্থার কাছ থেকে বিজেপি ৭২০.৪০৭ কোটি টাকা অনুদান পেয়েছে। দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও বিজেপির থেকে তাদের ব্যবধান প্রচুর। ১৫৪ জন কর্পোরেটদাতার কাছ থেকে কংগ্রেস পেয়েছে ১৩৩.০৪ কোটি টাকা। অন্যদিকে ৩৬টি কর্পোরেট সংস্থার কাছ থেকে এনসিপি পেয়েছে ৫৭.০৮৬ কোটি টাকা। ২০১২-১৩ সাল থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত কর্পোরেট অনুদানের পরিমাণ ক্রমশই বেড়েছে। এই দীর্ঘ সাত-আট বছরে কর্পোরেট সংস্থাগুলির অনুদান বেড়েছে প্রায় ১০২৪ শতাংশ। এই অনুদানের সিংহভাগ গিয়েছে শাসক দলের হাতে।
আরও পড়ুন-ঝুলিয়ে রাখা হয়েছে একাধিক কনসেশন, গরিবকে ভাতে মারছে রেল
২০১২-১৩ থেকে ২০১৯-২০ অর্থবর্ষের মধ্যে ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন সংস্থা সবচেয়ে বেশি অনুদান দিয়েছে। পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি অনুদান মিলেছে ১৭তম লোকসভা নির্বাচনের বছরে। অনুমোদিত দাতাদের মধ্যে শীর্ষে রয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। এই ট্রাস্ট কংগ্রেস এবং বিজেপিকে সবচেয়ে বেশিবার চাঁদা দিয়েছে। দলগুলির প্রাপ্ত অনুদানের ৪৩ শতাংশ এসেছে এই ট্রাস্টের কাছ থেকে।