ইসলামাবাদ : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। ১৮ বছরের ক্রিকেট জীবনে যবনিকা পড়ল। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি (Mohammad Hafeez)। ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল হাফিজের। বিদায়ী বছরে গত নভেম্বরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার দেশের জার্সি পরে খেলতে নামেন তিনি। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১১৯টি-২০ আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন হাফিজ। সব মিলিয়ে ১২,৭৮০ রান করেছেন। তার মধ্যে টেস্টে ৩৬৫২, একদিনের ম্যাচে ৬৬১৪ ও টি-২০ ক্রিকেটে ২৫১৪ রান করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার।